তোমার দীদার
মুহাম্মদ ইবনে আব্বাস
রাতের আঁধার মুছে জাগে দিবাকর,
ভোরের আলোতে বায় জাগায় অন্তর।
তেমনি আমার মনে লেগে যায় হাওয়া,
শূণ্য এ মরু পেলে তোমার আবহাওয়া।
মেঘেদের ভেসে চলা বৃষ্টির আভাস,
বৃষ্টিতে জেগে ওঠে মৃত মরুর আশ,
ঘুম ছেড়ে জেগে ওঠে তেমনি এ প্রাণ,
কাছে এসে তুমি যদি করো আহ্বান।
পরতে পরতে হৃদে দ্বন্দের ঢেউ,
নিয়ে চলে যেজন একা শুনে না তো কেউ,
সে চোখেও স্বপ্নেরা ওঠে জেগে ঠিক,
তুমি ডাক দিলে হয় সুবহে সাদিক।
তীরে এসে তরী খানা ডুবে যায় যার,
সেও শেষে দয়া চেয়ে করে আবদার
তার মতো আমিও যে করি রোনাজারি
তোমার দীদারে মোর পার হবে তরী।
আসমানে চেয়ে দেখি তারাদের ভীড়,
জমিনের দিকে দিকে লোকে অস্থির,
নিরবতা শুধু এই মন জুড়ে যার,
খুঁজে ফিরে সে তো (আমি) তোমার দীদার।।