সহস্র অনুভূতি
মোহাম্মদ আবদুল্লাহ
হাজারো বছর কাটিয়ে দিতে চাই
তোমার নয়নে নয়ন রেখে।
বৃষ্টি-বর্ষা নেমে আসুক
মাঘের দিনের শীত
চৈতের দিনের তীব্র গরম
তবু না নামুক নয়নের দৃষ্টি।
গুজে দাও আলতো করে
বুক পকেটের পত্রখানি
রেখে দাও হাতে-হাত।
বজ্রকন্ঠে বলে দাও
তোমাকে আমি বড্ড ভালোবাসি।
রেখে দাও স্মৃতি খানি;
আলতো করে হাতের স্পর্শে,
বুক কাঁপানো সহস্র অনুভূতি…