ঢাকাসোমবার , ১২ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

সুমন দাসের কবিতাগুচ্ছ

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
১২ জানুয়ারি ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

Link Copied!

এক পশলা বৃষ্টি
সুমন দাস তুমি ষড়ঋতুর ‘কালসাক্ষী’-
প্রকৃতির আঙিনায় উড়ুউড়ু ‘মেঘপুঞ্জ’!
বর্ষাতলে ‘সূর্যীমামার’ লুকোচুরি মনজুড়ানো ক্ষণিকখেলা!
বৃষ্টিস্নাত ‘মাটি-মানুষ’ দূরীভূত গ্লানিছায়া- ‘বৃক্ষরাজির’ তালেতালে প্রাণীকুলে সুখমিছিল সারাবেলা।

তুমি রংধনুর ‘আশীর্বাদ’-
পিপাসা নিবারণে ‘ধরাতল’ প্রকৃতিপানে-ঘরচালে ‘রিমঝিম’ বৃষ্টিপতন শ্রুতিমধুর কানে,
বাদলশেষে পশ্চিমা গগনে ‘রংমেলা’!
‘চাঁদারন্যায়’ আবির্ভূত মেলবন্ধনে বহুদিগন্তের সনে।

তুমি পুষ্পমালার ‘তরী’-
বর্ষাস্পর্শে স্নিগ্ধমায়ায় ‘কদম-কৃষ্ণচূড়া’; শূন্যআলয়ে পরিপূর্ণ ‘সুভাষী’ রঙিন প্রজাপতি,
মাঠে-ঘাটে আনন্দছটায় দুলছে ‘ফুলজমিন’- ‘কৃতজ্ঞতার’ মনোমুগ্ধতায় হৃদয়শীতল করছি মস্তকনতি।

তুমি উচ্চবিত্তের ‘আমেজ’-
‘মেঘনৃত্যতে’ উঠানভিজে অন্ধকারছায়ায়- ‘ধনীঘরের’ পরিকল্পনায় ধুমধামে খিচুড়ি-বিরিয়ানি,
‘কল্পকাহিনীতে’ মত্তহারা পরিবারের সদস্যগুলি! কালের বিবর্তনে ‘বর্ষাবন্ধনা’ উচ্ছ্বাসের শিরোমনি।

তুমি মেহনতির ‘চিন্তারভাঁজ’-
জনসাধারণের টিনছিদ্র মেঝে ‘কাদাময়’; লবনহীন পান্তায় ‘রক্তজল’-‘ভোজনবিলাস’ ভ্রম!
অন্তর্দৃষ্টির জলাঞ্জলিতে ‘মানবসত্তা’ নির্বাসনে! অসহায়দের ভাগ্যদ্বারের মঙ্গলসূচক:- ‘কর্মই ধর্ম’।

তুমি চিত্রশিল্পীর ‘রংতুলি’-
শৈল্পিকগুনে বৃষ্টিকাল উৎসবমুখরে ‘চিত্রদেয়াল’- নিঃসঙ্গতার হৃদয়দ্বার উজারে প্রকৃতিময় ‘প্রেমছবি’,
রঙিনমনে ‘জাতশিল্পীর’ ইচ্ছাশক্তি রংআলয়ে- জানলার সম্মুখে ‘অতন্দ্র -প্রহরী’ কবি।

তুমি শৈশবের ‘অ্যালবাম’-
‘পিতা-মাতার’ অবাধ্যতায় মেঘলাদিনে ‘খেলাধুলা’- বয়সচক্রে একাকীত্বের তীরে ‘স্মৃতিগুলো’ মনমরা!
অবুঝমনে বিজড়িত রং-বেরঙের ‘সময়কাল’- ‘এক পশলা বৃষ্টির’ অপেক্ষায় ‘সর্বহারা’!

প্রবহমান নদী
সুমন দাস

তুমি সরুপথের ‘নির্মাতা’-
জলাশয় ‘আগন্তুকরূপী’ বিশ্রামহীন ঘড়িরকাঁটায় নব্যশাখা সৃষ্টিপানে চিরছন্দ,
অচিনপুরে রাজ্যশাসনে স্বকীয়তা প্রতিষ্ঠায় ‘মানব-প্রকৃতির’ স্রোতন্যায় আনন্দ।

তুমি নির্জনতার ‘ভান্ডার’-
সঙ্গীহীন চাপাকান্না ‘কোলাহলমুক্ত’ গন্তব্যহীন আঁকাবাঁকাপথে নিরবতায় ছুটেচলা,
প্রকৃতির নৃত্য; নদীর শীতলতায় মাটির মৃদুহাসিই ‘নিঃসঙ্গমালা’।

তুমি বৃক্ষের ‘প্রাণদানকারী’-
‘অস্তিত্বটানে’ শিকড়মূলে নদীজল শোষণে স্থায়ীত্বের প্রয়াশ বারংবার,
স্রষ্টারদানে ‘চিরযৌবনার’ কৃতজ্ঞতায় প্রসন্নময় বৃক্ষরাজদের জগৎ-সংসার।

তুমি সাগরের ‘মিতালি’-
স্থানান্তরে শতবাঁধা অতিক্রমে ‘জলদেবীর’ মেলবন্ধনে দূরদুঃখ অন্তহীন!
‘মনোমন্দিরে’ ভালোবাসার বহিঃপ্রকাশে যুগযুগান্তরব্যাপী ‘দু-বলয়ের’ পথচলা সার্বজনীন।

তুমি প্রতিকূলজয়ী ‘বীরসৈনিক’-
‘অপ্রতিরোধ্য’ দূর্যোগে ক্ষান্তনেই যাত্রাকাল-বাঁধভেঙ্গেও ‘অপরাজেয়’ অতিবাহিত,
‘দৈত্যন্যায়’ পাহাড়পুঞ্জ দুমড়েমুচড়ে বীরত্বেরদ্বারে অনুকূলআঁশ প্রলয়শিখায় ‘সুভাষিত’।

তুমি বিষন্নতার ‘অনুপ্রেরণা’-
জীবনযুদ্ধের রণাঙ্গনে আপোষহীন ‘হাতিয়ার’ অসহায়ত্বের বিশ্বস্ত যাদুপাখা,
ঝড়ঝাপটায় ‘তছনছ’ হতাশাগ্রস্তের নেইভাঁজ; উঁচুশিরে ‘বজ্রকন্ঠ’ রক্তমাখা!

তুমি সাহিত্যিকদের ‘ছন্দঘর’-
‘নিশ্চুপমায়ার কেন্দ্রবিন্দু’ কবি-লেখকদের ভাবনাজালে: ‘সাহিত্যরস’ মাধুর্যময়,
মহাগুনীজনের চেতনাবোধে সংজ্ঞায়িত:- ‘প্রবহমান নদী’ দ্রাবকরূপী পাঠকমনে সংশয়?

আরও পড়ুন

কবিতা: অদ্ভুত সুন্দর

কবিতা:- অভিযোগ

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার

চকরিয়ায় ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাল দুরন্ত মাদারীপুর

বিশ্ববিদ্যালয়ে গত দেড় বছরের প্রশাসনিক নিয়োগের ফিরিস্তি জানতে চায় চবি শিক্ষার্থীরা

কবিতা:- দগ্ধমূল

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী সম্পন্ন

জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে শীগ্রই; এনসিপির আহ্বায়ক নাহিদ

আওয়ামীলীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেফতার করা হলে, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রার্থী হারুনুর রশীদ

মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট অনুষ্ঠিত

প্রশ্নফাঁস: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হোক