স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
প্রতিবছরের মতো এবারও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত মাদারীপুর। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে শহরের শকুনি লেক সংলগ্ন শহীদ কানন চত্বরে দেড় শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিকেল ৫টায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিহাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুরের পরিচালক বায়েজিদ মিয়াসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণে সহযোগিতাকারীদের অবদান প্রশংসনীয় বলে তারা মন্তব্য করেন।
দুরন্ত মাদারীপুরের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
শেষে সংগঠনের পক্ষ থেকে স্লোগান উচ্চারণ করা হয়—
“জয় হোক মানবতার, এগিয়ে চলুক দুরন্ত মাদারীপুর।”