মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন দরগাপাশা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মানসুর হোসাইন তপু ও সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম আয়াজুলকে মনোনীত করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে হাওর বাঁচাও আন্দোলন দরগাপাশা ইউনিয়ন কমিটির আয়োজনে উপজেলার ভমবমি বাজারে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভায় মুরুব্বি মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিতু মিয়া এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সংবাদকর্মী মোঃ আবু সঈদ।
সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আওলাদ হোসেন,সহ-সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান,সহ-সভাপতি মোঃ শাব্বির আহমদ, প্রচার সম্পাদক সারোয়ার খান লাহিম, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সহ-সভাপতি শেখ মোঃ ফয়জুল ইসলাম,বিএনপি নেতা মোঃ ফয়জুল করিম।
আলোচনা সভায় বাংলাদেশ সরকারের ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর মৃত্যুতে গভীর শোক ও আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য সাবেক মেম্বার মুকিত মিয়া, মুরুব্বী মোঃ আতাউর রহমান, মোঃ সেলিম আহমদ, মোহাম্মদ আলী চৌধুরী,মোঃ হুমায়ুন খান,যুবদল নেতা মোঃ আবু হানিফ, মোঃ জাকার মিয়া,ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও সংবাদকর্মী ফয়ছল আহমদ সামী সহ দরগাপাশা ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ২য় পর্বে সর্বসম্মতিক্রমে দরগাপাশা ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মানসুর হোসাইন তপু ও সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম আয়াজুলকে মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। উক্ত মনোনীত সদস্যরা আগামী ৭দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির তালিকা চুড়ান্ত করার পরামর্শ দেওয়া হয়।