ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

প্রতিবেদক
নিউজ ভিশন
৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ

Link Copied!

এম আই সৌরভ, মাদারীপুরঃ
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরের খাগদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকরা।
বিক্ষোভকারীরা জানান, ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ।
এরই ধারাবাহিকতায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার জনগণের আয়োজনে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় টায়ার ও কাঠ জ্বালিয়ে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী, মাদরাসা শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এসময় বিক্ষোভকারীরা ব্যানার হাতে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে “হাদি হত্যার বিচার চাই”, “ক্ষমতা না জনতা”, “হাদি কি চায়, আজাদি”, “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”—এমন বিভিন্ন স্লোগান দেন।
পরে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা কার্যকরী সদস্য ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক হাফেজ আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক রোমান শেখ ও আশিকুল তামিম আশিক, সহ-মুখ্য সংগঠক জহিরুল ইসলাম সানি, যুগ্ম সদস্য সচিব তানভীর, সদস্য আরাফাত উল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

আরও পড়ুন