ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ইনসাফের দেশ গড়তে চান এনসিপি নেতা কক্সবাজারের খালেদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

Link Copied!

আমি মুহাম্মদ খালিদ বিন সাঈদ কক্সবাজার এর সন্তান। জুলাই আমাকে কক্সবাজার-কে নতুন করে চেনার সৌভাগ্য এনে দিয়েছে বলে উপরওয়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। জুলাই পরবর্তী সময়ে আমার কক্সবাজারকে নিয়ে নানা সংস্কার প্ল্যান, প্রোগ্রাম ছিলো মনে। তারুণ্যের রাজনীতি করার আকাঙ্ক্ষা নিয়ে, জনগণের গোলামী করার আকাঙ্ক্ষা নিয়ে এতটুকু আসা। এইটুক পথে আমার ধৈর্য, শ্রম, সততা সবকিছুই আমি দান করেছি ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে।

তবে অনেক অনেক প্রতিবন্ধকতার কারণে কিছুটা পিছ-পা ও হয়েছি নিজে। জুলাই এর কিছু বিশ্বস্ত সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীরা আমার স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে দেখে আমার জন্য এনসিপির মনোনয়ন ফর্ম কিনেছিলো। তাদের আমার উপর বিশ্বাস, প্রত্যাশার কথা মূল্যায়ন করে আবারো নতুন উদ্যমে কাজ করার প্রত্যয়ে প্রচারণায়ও নেমেছিলাম। সম্প্রতি এনসিপি সমমনা দলগুলো নিয়ে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর আসলে অনেক কিছুই পালটে গেছে। জুলাইকে কখনো হারাতে না দেয়ার জন্য জোটের প্রয়োজন ছিলো বলে মনে করছি এবং নাহিদ ভাই এর উপর পূর্ণ ভরসা রেখে বলতে চাই- এই জোট অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আনবে বলে আমি বিশ্বাস করি।

জোটের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার-৩ আসন থেকে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী জনাব শহীদুল আলম বাহাদুর ভাইকে কক্সবাজার-৩ আসনে এনসিপি কোনো প্রার্থীতা পূর্বে ঘোষণা না করলেও আমি যে উদ্যমে কাজ করার প্রত্যয়ে ছিলাম,কাজ করেছি তা জোটের প্রতি সম্মান রেখে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শহীদুল আলম বাহাদুর ভাই এর জন্য নির্বাচনী প্রচারণা পুরো উদ্যমে চালাবো ঠিক যেভাবে এতোদিন নিজের জন্যে করেছি। আমার সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ থাকবে জোট এবং দলীয় সিদ্ধান্তে সম্মান রেখে শহীদুল আলম বাহাদুর ভাই এর জন্য কাজ করে যাওয়ার। আমরা ইনসাফের রাজনীতি করার রাস্তায় ভাইকে সহযোদ্ধা হিসেবে সর্বাত্মক সহযোগিতা করবো এবং জেতার জন্যে আমাদের এই লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ।

ইনকিলাব জিন্দাবাদ ✊

আরও পড়ুন