ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

‎সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র দলীয় প্রার্থী কয়ছর এম আহমেদ ‎

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

Link Copied!

‎মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
‎সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ।

‎সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর নিকট মনোনয়ন পত্র জমা দেন।

‎মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আনসার উদ্দিন,শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মোঃ জালাল উদ্দিন,সিনিয়র যুগ্ম আহবায়ক ও দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর।

‎মনোনয়নপত্র জমাদান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর– শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে  মনোনয়ন জমা দিয়েছি। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।পাশাপাশি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা তিনি আমাকে দলের মনোনয়ন দিয়েছেন।
‎একইভাবে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

‎তিনি আরও বলেন, আগামী ১২ ই ফেব্রুয়ারী নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠভাবে আমরা সম্পন্ন করতে পারি। আমরা সবাই মিলে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করব,ইনশাআল্লাহ।

‎এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নুর আলী,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, আহবায়ক সদস্য ও পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, আহবায়ক কমিটির সদস্য মুজাহিদ উদ্দিন, সদস্য মহির উদ্দিন, সদস্য মোশাহিদ আলী, সদস্য নুরুল ইসলাম,জয়কলস ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইলিয়াস মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক তোফায়েল আহমেদ, সদস্য মোঃ শাব্বির আহমেদ, পূর্বপাগলা ইউনিয়ন বিএনপির লুৎফর রহমান, উপজেলা বিএনপি নেতা মোঃ আবুল কালাম, মতিউর রহমান, হোসাইন আহমদ, সালেহ আহমদ, ফরিদ গাজী, জহির উদ্দিন, বিধান তালুকদার, আবুল লেইচ, মোস্তাফিজুর রহমান রুবেল,সুয়েব আহমদ সেলু, সাহিদ আলী,জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম,জয়কলস ইউপি সদস্য দিলোয়ার হোসেন,ইউপি সদস্য লিটন মিয়া, উপজেলা যুবদলের,মনসুর আলম,
‎ফরিদ আহমদ,সারোয়ার খান লাহিম,শ্যামল চৌধুরী, ছৈয়দ আলম, মনোজ চন্দ্র দাস, আবু সাঈদ,স্বেচ্ছাসেবক দলের শুয়ের আহমেদ জায়গীরদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।

আরও পড়ুন