নিউজ ডেস্ক :
মুন্সিগঞ্জের সদর উপজেলায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আরিফ মীর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরও একজন।আহত ইমরান নিহত আরিফের চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের সঙ্গ দীর্ঘ দিনের বিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে সোমবার সকালে নিহত আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হয়।