ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

জবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

প্রতিবেদক
admin
১৭ জুন ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তিনি লেখেন, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সঙ্গত আন্দোলন ও সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ থেকে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও লেখেন, “আমি এই সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে সংগঠনের কল্যাণে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

পদত্যাগের বিষয়ে তাওহিদুল ইসলাম নিউজভিশনকে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আমার যারা সহযোদ্ধা ছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা,ভালবাসা সব সময় থাকবে। তবে বর্তমানে গনঅধিকার পরিষদের কার্যক্রম ও চিন্তাভাবনার সাথে আমার পার্থক্য হওয়ার কারনে এবং একান্ত ব্যক্যিগত কিছু কারনে আমি ছাত্র অধিকার পরিষদ,জবি শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।

উল্লেখ্য, তাওহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন

চকরিয়ায় জাইকা অর্থায়নে মাস্টার ড্রেন ও আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও শাহীন দেলওয়ার

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে২কেজি আইস ও ১লাখ১০হাজার ইয়াবা উদ্ধার

ঢাবি’র শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে, শহীদ ওসমান হাদি হল

মোল্লা সিরাজুল ইসলাম গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী

কবিতা:- রুবির প্রেম

‎শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয়ের বজ্রনাদ

বিজয় ৫৪ এর ভাবনা

ইডেনে এবারের বিজয় দিবসে নেই তেমন উল্লাস-আয়োজন

চকরিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা

জাসাসের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সুমন দাসের কবিতাগুচ্ছ