ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ফাত্তাহান আলীর কবিতা : হলুদ পাখি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

Link Copied!

——+
হলুদ পাখি
মো ফাত্তাহান আলী

আজ কত দিন ধরে যেন দেখি নি তোমায়
তুমি জানো হে বসন্ত সে কোথায় ?

কি এক গানের নেশায়
শহর ছেড়ে গ্রামে ছুটে আসছি
জানো কত ছলনা করে
তবু তোমার দেখা যে না পাই।

বাড়ি ছেড়ে সবুজ মাঠে
ধূসর মাঠ ছেড়ে ঘাটে
কোথাও কেউ নেই
নেই গো নেই তুমি, তবে করিলে ছলনায়।

ওগো হলুদ পাখি,
তোমারে ডাকি।
এসো একটা গান শুনে যাও
যদি চাও তুমি আমারে নাও, তোমারি পাখনায়।

ঘুরে আসি এই দুই পল্লীর বাঁশ বাগান
ঠোটে নাও ভোরের চিঠি খান।

সাধিতে হবে সাঁধ
বাধিতে হবে বাসা
আমি কত ব্যস্ত আজি কত যে কাজ
দেখ তোমার জন্য হবে সব বাঁধ।

হলুদ পাখি

আমার কথায় সে হাঁসেনি
নিভৃতে কত জ্বালা জরা ভুলিতে আসেনি।
হলুদ শাড়ীতে তার লাল গোলাপ জোটেনি।
ফিরে নি সে এ ব্যস্ত চৌরাস্তায় আমার অপেক্ষায় সে আজ রাগ করেনি।

কপালে বুঝি তার মুছে গেছে টিপ
পায়ে আলতা বসন্ত ফুলের খোপ নেই,
তার নিথর দেহে কে দিয়েছে আতর
আজ তার নেই রে নেই তার বিনুনি নেই।

ওই আলমনগর
ওই তো তল্লা বাঁশ বাগান
এই তো তার ছোট্ট কবর
প্রিয় সে, এক আমার বুকের পাঁজর।

চুপি চুপি পাড়ি দিও
শব্দ কর না ঘুমায় সে,
আমার কথা বল না
একলা ভেবে যদি কাঁদে সে।

হলুদ পাখি
একবার গেয়ে উঠো গান
চাহিয়া দেখি তার মুখ পান।
কেন তুমি একলা বনে শুয়ে শুয়ে গল্প বল
আমারে ডাকো না কেন?

হলুদ পাখি
তোরে সে নয় ক্রুদ্ধ
তুমি গাও আমি তাহারে দেখি।

(স্বামী স্ত্রী হলুদ পাখি)

356 Views

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সাথে তুমুল বজ্রপাত

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু