ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ মে ২০২৪, ৪:১০ অপরাহ্ণ

Link Copied!

হুমায়ুন কবির পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখে লবণ ওঠাতে গিয়ে বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরবেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই হলেন মগনামা ইউনিয়নের কোলাইল্লাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) । অপরজন হলেন রাজাখালী ইউনিয়নের ছরিপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে আরাফাত হোসাইন (১৪)।

নিহত দিদারের চাচা জাকের হোসাইন জানান, ভোর চারটার দিকে আকাশে মেঘ জমলে ভাতিজা দিদারকে নিয়ে আমিও লবণ তুলতে মাঠে যাই। এ সময় বৃষ্টির সাথে আচমকা বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দিদারুল ইসলামের মৃত্যু হয়।

মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, দিদার আমার পার্শ্ববর্তী আবুল কালামের লবণ মাঠে কাজ করতো। ভোররাতে আকাশে মেঘ দেখা গেলে অন্যান্য শ্রমিকের মতই লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতের কবলে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, বজ্রপাতে দিদারুল ইসলামের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সাথে আমার কথা হয়েছে। তাকে দাফনে প্রশাসনিক সহায়তা দেয়ার প্রচেষ্টা করা হচ্ছে।

অপর দিকে, একই সময়ে লবণ তুলতে বাবার সাথে মাঠে গিয়ে বজ্রাঘাতে মারা গেছে কিশোর ফরহাদ হোসাইন। তাকে মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার বদু।

বিষয়টি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুদীপ্ত ভট্টাচার্য বলেন, মগনামা ও রাজাখালীতে দুই লবণ চাষির মৃত্যু খবর পেয়েছেছি।

পেকুয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় পর বৃহস্পতিবার ভোররাত সোয়া তিনটা হতে সাড়ে তিনটার দিকে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে দুজন মারা গেছেন-এটা মর্মান্তিক। তাদের পরিবারকে প্রশাসনিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। 

155 Views

আরও পড়ুন

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে

যশোরে মেলার নামে চলছে সর্বনাশা লটারি!

গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা, স্বামী–শশুড়-শাশুড়ী পলাতক

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

আদমদীঘিতে ভোট গ্রহনকারি কর্মকার্তদের প্রশিক্ষন উদ্বোধনী সভায় বগুড়া জেলা প্রশাসক

না ফেরার দেশে চলে গেলেন ইবির গণিত বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩টি দোকান

কুবি ছাত্রের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল