—আরিফ ইকবাল নূর :
কক্সবাজার জেলা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফিরোজ মিয়া দীর্ঘ দুই মাস আগে কাজের সন্ধানে পটিয়া অথবা দোহাজারী যায়। এর পর থেকে তার পরিবার সাথে কোন যোগাযোগ নেই।
আজ পর্যন্ত তার কোন হদিস মিলেনি, তার ছোট বাচ্চা আছে চারজন। এই অসহায় শিশুদের নিয়ে মায়ের অবস্থা খুবই খারাপ। বাবা ছাড়া শিশুদের একমুঠু ভাতের সন্ধান করতে খুবই কষ্ট হচ্ছে।
তার স্ত্রী বলেন, দু’মাস আগে তিনি কাজের সন্ধানে পটিয়া যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়। এরপর থেকে উনার সাথে কোন যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেও উনার সাথে যোগাযোগ করতে পারিনি। উনার কোন খবরও পাচ্ছি না। আমার চারটি সন্তান নিয়ে খুবই খারাপ অবস্থায় আছি। তাদের খাবার, চিকিৎসার খরচ বহন করা আমার দ্বারা খুবই কষ্ট হচ্ছে। মাঝেমধ্যে টাকার অভাবে না খেয়ে থাকতে হয়৷
থোয়াঙ্গাকাটার স্থায়ী বাসিন্দা হামিদুল হক বলেন, ফিরোজ মিয়ার অবর্তমানে তার পারিবারিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তার স্ত্রী পক্ষে চার সন্তানের ভরনপোষণের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। কোন হৃদয়বান ব্যক্তি যদি ফিরোজ মিয়ার সন্ধান পেয়ে থাকেন দয়াকরে একটু সাহায্য করুন। এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। (01813626656