Oplus_16908288
কুবি প্রতিনিধি :
ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষা দিতে রওনা দিয়েছিলেন রাতুল। তবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হলেও দমে যাননি তিনি। ব্যথা ও আতঙ্ক উপেক্ষা করে প্রাথমিক চিকিৎসা নিয়েই শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এই দৃঢ় মনোবলের পরীক্ষার্থী।
আহত পরীক্ষার্থী রাতুল তেজগাঁও কলেজের শিক্ষার্থী এবং মানিকগঞ্জের বাসিন্দা। তিনি ৩১ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী।
জানা যায়, মানবিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত হিসেবে রোভার স্কাউটদের সহায়তায় আহত অবস্থায় রাতুলকে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
ভর্তিচ্ছু রাতুল বলেন, ‘বাসা থেকে বের হওয়ার সময় যে সিএনজিতে উঠেছিলাম, সেটি হঠাৎ উল্টে যায়। এতে আমার এক পায়ে গুরুতর আঘাত লাগে এবং পা ফুলে যায়। প্রচণ্ড ব্যথা সত্ত্বেও স্বপ্নের কথা ভেবে প্রাথমিক চিকিৎসা নিয়ে সরাসরি পরীক্ষা দিতে চলে আসি। দুর্ঘটনার পরও পরীক্ষায় অংশগ্রহণে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।’