ঢাকাশনিবার , ৩১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

প্রতিবেদক
নিউজ ভিশন
৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ

Link Copied!

মোসাঃতানজিলা, ঢাকা:

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা গভীর উদ্বেগের সাথে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার গণমাধ্যমে দেয়া একটি বক্তব্যে ছাত্রীসংস্থাকে নিয়ে বিভ্রান্তিকর, অসত্য ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সপ্রতি একটি সাক্ষাৎকারে খাদিজাতুল কুবরা বলেন, ছাত্রীসংস্থার মেয়েরা লুকিয়ে ছবি তুলে সেগুলো প্রকাশ করে দেয়।তার এরূপ বক্তব্য মিথ্যা দাবি করে শুক্রবার (৩০ জানুয়ারি)বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, তার উপস্থাপিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
উক্ত মন্তব্যের মাধ্যমে ছাত্রীসংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা সর্বদা শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক আন্দোলনে বিশ্বাসী একটি আদর্শবাদী সংগঠন। এই সংগঠন কখনোই অনৈতিক, সহিংস কিংবা উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও হবে না।
আমরা মনে করি, একটি রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধির কাছ থেকে এ ধরনের মিথ্যাচার ও দায়িত্বহীন বক্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত ও নিন্দনীয়।
এই প্রেক্ষিতে, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা খাদিজাতুল কুবরার নিকট থেকে উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।
অন্যথায়, সংগঠনের সম্মান ও ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব, যার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

আরও পড়ুন

ভর্তি পরিক্ষায় কুবি শাখা ছাত্রদলের নানা সেবা মূলক কার্যক্রম

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় আঞ্চলিক সংগঠনগুলো

ভর্তিচ্ছুদের জন্য কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আবাসন ও খাবারের ব্যবস্থা

ধূমকেতুর ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি গঠিত

OAB ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কবিতা:- তোমার দীদার

কবিতা: সহস্র অনুভূতি

দোয়ারাবাজারে ‘স্পেস টু লিড’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার্থীদের রাতের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি শিবির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন “মাহাদী আল হাসানের”

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা মেইন ক্যাম্পাস’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

কুষ্টিয়া মেডিকেলে ভর্তির চান্স পেলেন কমলগঞ্জের তামান্না রেজা