কুবি প্রতিনিধিঃ
গত বছরের ধারাবাহিকতায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রাতে থাকার ব্যবস্থা ও খাবারের আয়োজন করেছে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
আয়োজক সূত্রে জানা যায়, দূরদূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাতের আবাসন ও খাবারসংক্রান্ত ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও জানা যায়, ৬০০ বেশি শিক্ষার্থীদের জন্য রাতের খাবার এবং ১ হাজার পরিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, কুরআন এন্ড কালচারাল স্টাডির পক্ষ থেকে গত বছরের ন্যায় এই বারো আমরা ভর্তি পরিক্ষার্থীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা করেছি। ৬০০ জনের বেশি পরিক্ষার্থীর জন্য আমরা খাবার এবং ১ হাজার জনের জন্য মসজিদে আবাসনের ব্যবস্থা করেছি। আমরা একটি মডেল টেস্টও নিয়েছি যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।’