Oplus_16908288
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চকরিয়া উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোহাম্মদ নুর আলম মাসুম সিদ্দিকী, চকরিয়া উপজেলা প্রকৌশলী (এলজইডি) মো. গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন।
সভায় শাহীন দেলোয়ার বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফ্রেবুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই দিন একজন ভোটার দুইটি ভোট দেবেন। একটি তার পছন্দের প্রতীকে, অন্যটি গণভোট হ্যাঁ বা না পদ্ধতি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চকরিয়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে গণভোটের বিষয়ে প্রচার-প্রচারণা ও বিশেষ ক্যাম্পিং জোরদার করা হবে। একইসঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে ওঠা দাবির প্রেক্ষিতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করবে। নিরাপদ পরিবেশে চকরিয়া উপজেলায় ভোট উৎসব উপহার দিতে চাই, সেজন্য সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের সহযোগিতা অপরিহার্য।’