“সেই তুমি”
ডালিয়া নৌশীন
তোমার উপস্থিতি আমার জীবনে-
পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল,
তোমার শূন্যতা আমার জীবনে-
অমাবস্যার মতো অন্ধকার,
তোমার হাঁসি ফুল ফোটা সকালের মতো নির্মল,
তোমার মন খারাপ মেঘলা বিকেলের মতো শর্বর,
তোমার চাঞ্চল্য ছুটে চলা নদীর মতো ক্ষিপ্র
তোমার নিরবতা চাঁদহীন রাতের মতো তমিস্র
তোমার কন্ঠ বাঁশির সুরের মতো মনোরম
কিন্তু আমি হতভাগ্য দূরের মহাশূন্য,
আর তুমি দুষ্প্রাপ্য।
✍