ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

এনসিপিতে ফিরে গেলেন আসিফ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ণ

Link Copied!

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলটির মুখপাত্রের দায়িত্ব পেতে পারেন।
সোমবার (২৯ ডিসেম্বর) একাধিক সূত্রে এমন তথ্য জানা গেলেও তিনি এখনো এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেননি। তবে সদ্য পদত্যাগ করা আরেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা মাহফুজ আলম এনসিপিতে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন।

গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার রাজনৈতিক অবস্থান’ শীর্ষক এক পোস্টে মাহফুজ আলম লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুই সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদের পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজসহ অনেক কথাই আমি বলেছি; যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা ওই দুই সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটি বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সব চেষ্টাই করেছি। কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।
তিনি লেখেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটি আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।
মাহফুজ বলেন, ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটি শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ/জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক- সব উপায়ে। নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থি তরুণ/জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।
উপদেষ্টা পরিষদ থেকে আসিফের পদত্যাগের পর থেকেই তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন চলছে। এ বিষয়ে এখন পর্যন্ত তিনি মুখ না খুললেও এনসিপির একাধিক সূত্র বলছে, আসিফ দলটির মুখপাত্র হতে যাচ্ছেন- এমন আলোচনা হয়েছে। তবে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। এরপর কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইউএনও শাহীন দেলোয়ার

জরুরি সংবাদ সম্মেলন এনসিপির

বিএনপি ও জামায়াত জোটেই হবে মূল লড়াই

জকসু নির্বাচনে ভোট টানতে শিক্ষার্থীদের মাওয়া ভ্রমণে নিল ছাত্রদল

বুশরা আমিন এর কবিতা :- ❝ মোহ মায়া❞

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মিজান চৌধুরী

সাগর পথে পাচারকালে হত্যা মামলার আসামি গ্রেপ্তার,মানব পাচার চক্রের হাত থেকে১৭ভুক্তভোগী উদ্ধার

জান্নাত তাবাসসুমের কবিতা ❝ সেদিন দেখা হয়েছিল❞

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন ব্যারিস্টার আনোয়ার হোসেন

জামায়াত নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিল এনসিপি

‎শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটি গঠন

গোমদণ্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান