ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

কবিতা:- জুলাই স্মৃতি

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

জুলাই স্মৃতি
আরিফ হোসাইন

জুলাই আমি দেখেছি সামনে থেকে,
করেছি লড়াই অন্যায়ের প্রতিবাদে।
প্রয়োজন হলে আবারও করবো,
দেশের অন্তিম সময়ে, ক্ষণে ক্ষণে।
বুক পেতেছি, হাত প্রসারিত করেছি-
জুলাইয়ের শহীদ আবু সাইদ আমার ভাই।
তার অকুতোভয় সংগ্রামের সেই ছবি
অনলাইন জগতে হয়ে গেল রাতারাতি ছড়ি।
তার এ অকুতোভয় ছবি হয়ে গেল যেন সব
সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি।
সেই সংগ্রামী ছবি দেখে রাজপথে
লড়েছে স্কুল, কলেজ,মাদরাসার বাইরে থাকা
হাজারো বোন-ভাই।
সেই সংগ্রামী ছবিকে বুকে রেখে
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি,
লড়েছি নিরন্তর –
কাটিয়েছি অসহ্য দিন-রাত।
যত গুলি, টিয়্যারসেল্ড,রাবার, বুলেট,
হায়েনার দল-
সব কিছুর মুখোমুখি হয়েছি,
তবু মাথা নোয়াইনি।
কত মারবি? মার!
৭১ দেখি নাই চোখে ,
শুনেছি যত গল্প বই-পুস্তক,গল্প, উপন্যাসে।
কতো নির্বিচার হত্যা,
অত্যাচার,জুলুম, নির্যাতনের ইতিহাস।
কিন্তু ২৪ আমি দেখেছি –
করেছি লড়াই, করেছি সংগ্রাম।
হয়েছি ক্ষত, তবু ভয়-ডর করিনি
ছাড়িনি রাজপথে লড়াই।
২৪ এর কিছু প্রতিবাদি স্লোগান
হয়ে উঠেছিল
প্রতিটি সংগ্রামী মানুষের ভাষা।
“কোটা না মেধা –
মেধা, মেধা।”
“তুমি কে,আমি কে? রাজাকার, রাজাকার!”
“কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার!”
চেয়ে ছিলাম মেধার অধিকার,
হয়ে গেলাম দেশদ্রোহী, রাজাকার।
চেয়ে ছিলাম মেধা,
হয়ে গেলাম কোটার আতুরঘর।
চেয়ে ছিলাম জব সেক্টরের অধিকার,
হয়ে গেলাম রাজাকারের নাতি-পুতির বংশধর!
এই ছিল কি মোর অধিকার?
এই ছিল কি মোদের সকালের অধিকার?
সকল মেধার জয়োধ্বনী,
রুপ নিল এক ধ্বনী।
সকল মেধার জয়োধ্বনী,
হয়ে গেল সকল স্তরের মানুষের জয়োধ্বনী।
এক কথা এক দাবি,
ছাড়তে হবে ক্ষমতার পদক্ষাণী।
চাই না তোমার মতো স্বৈরাচারী,
দিল্লি যাদের মামা বাড়ি।

আরও পড়ুন

খাগড়াছড়ি ও জাতীয় নির্বাচন: চ্যালেঞ্জ, প্রত্যাশা ও অংশগ্রহণ

শীত ও কুয়াশা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাস

সুনামগঞ্জে তারেক রহমান’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোটরচালক দলের আনন্দ মিছিল

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

ডালিয়া খানমের কবিতা ❝ কল্পনা❞

ঈদগাঁওতে মদ ও টমটমসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজার-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র সংগ্রহ

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং অফিসার

কক্সবাজার–২ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি

সংসদে যাচ্ছি বেওয়ারিশ মানুষের স্বার্থে—শওকত হোসেন পিপিএমের প্রতিশ্রুতি

গাইবান্ধায় এক নারী মোটারসাইকেল আরোহী নিহত

শর্ত দিয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত