Oplus_131072
সুনামগঞ্জ সীমান্তে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জ জেলার বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য চোরাচালানের চেষ্টা চলছিল। সম্প্রতি সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবির চারাগাঁও বিওপির আওতাধীন মাইজহাটি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান চালায়।
অভিযানকালে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালার আড়ালে লুকানো অবস্থায় ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ডেটোনেটর উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহার করা হতে পারে।
বিজিবির ধারণা, দেশের স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সীমান্ত পথে এসব বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করা হয়েছিল।
এ বিষয়ে সুনামগঞ্জ–২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রাখার ফলেই এই বিপজ্জনক চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।