ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

প্রতিবেদক
নিউজ ভিশন
২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

নিউজ ভিশন ডেস্কঃ

১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশা ফেরার খবর স্থান পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া এএফপি, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও তারেক রহমানকে ‘সম্ভাব্য ও পরবর্তী প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স: রয়টার্সের শিরোনামে বলা হয়েছে, ‘নির্বাসন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী পদে অগ্রগণ্য নেতা।’

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, তার এই প্রত্যাবর্তন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যর্থনা কেন্দ্র পর্যন্ত সড়কের দু’পাশে জড়ো হন কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক। তারা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে তারেক রহমানকে স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র। তিনি ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছিলেন এবং ২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তার প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটল, যখন প্রায় ১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনী সময় অতিক্রম করছে। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও কর্তৃপক্ষ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে।

হালকা ধূসর চেক ডিজাইনের ব্লেজার ও সাদা শার্ট পরিহিত তারেক রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে জুতা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং একমুঠো মাটি হাতে তুলে নেন—যা তার প্রত্যাবর্তনের প্রতীকী মুহূর্ত হিসেবে দেখা হয়।অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ শুরু করে তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তিনি সব ধর্মের মানুষের ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

 

এএফপি

 

 

বার্তা সংস্থা এএফপির শিরোনাম: ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন’। খবরে বলা হয়েছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিপুলসংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান।

বিবিসি:যুক্তরাজ্যের প্রভাশালী সংবাদমাধ্যম বিবিসির শিরোনাম—‘১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী’। খবরে বলা হয়েছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান।

আরও পড়ুন

কক্সবাজার-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র সংগ্রহ

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং অফিসার

কক্সবাজার–২ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি

সংসদে যাচ্ছি বেওয়ারিশ মানুষের স্বার্থে—শওকত হোসেন পিপিএমের প্রতিশ্রুতি

গাইবান্ধায় এক নারী মোটারসাইকেল আরোহী নিহত

শর্ত দিয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত

জকসু নির্বাচন: ছাত্রদল–ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

কাল বিয়ে করতে যাচ্ছেন ডাকসু জিএস এস.এম ফরহাদ

চকরিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা, দুই প্রতিষ্ঠানে জরিমানা

চকরিয়ায় গণহারে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু আগামীকাল

চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে সেকশন বৃদ্ধির দাবি

চকরিয়া উপজেলা ডাকঘর পরিদর্শনে কক্সবাজার উপ-বিভাগের ডাকঘর পরিদর্শক রহিম উল্লাহ