ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে মানবপাচার ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে(৫২)গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার(২৫মে)রাত সাড়ে৮টার দিকে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলী ছেলে।
পুলিশের দাবী:গ্রেপ্তার আব্দুল আলী সেই মানবপাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের অন্যতম হোতা।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন,রবিবার রাত সাড়ে৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে উপ পরিদর্শক খোকন কান্তি রুদ্র,সহকারী উপ পরিদর্শক মানস বড়ুয়া ও সহকারী উপ পরিদর্শক আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালায়।এসময় একাধিক মামলার আসামি আব্দুল আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক,অপহরণ ও মানব পাচার আইনে নয়টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন,গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।