ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. সর্বশেষ

আল-আমীন সরকারের কবিতা: মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার বিজয়

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ মার্চ ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ

Link Copied!

——–
মা মাগো ওমা
বাংলাদেশ আমার মাতৃভূমি মা।
তোমায় ডাকার শব্দে পাই স্বাধীনতা।
এ পাওয়া যেমন মধুরতা
তেমনি ত্যাগের বীরল ইতিহাসের মহিমা।
সমভ্রম হারিয়ে কারো আত্মহত্যা
কেহ আবার বীরাঙ্গনা।
স্বাধীন বাংলার মানচিত্র যে
বাঙ্গালির রক্তে আঁকা।
লাখো লাখো শহীদের প্রাণ দানের কথা
প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে থাকবে গাথা।

মা মাগো ওমা
কতনা গল্প শুনেছি তোমার মুখে।
দেখেছি কত,
সে গল্পের চিত্র তোমার চোখে।
আমি যে বহুবার দেখেছি,
তোমার গল্পে তোমাকে হারাতে।
তোমার সেই হারিয়ে যাওয়া দেখে,
আমিও যে নিজেকে হারাতাম ১৯৭১ সালে।

মা মাগো ওমা
অপেক্ষা আর সান্তনা
মাঝে মাঝে বাড়ায় ভীষণ যন্ত্রণা।
মা আমার বাবা কি আর আসবে না?
প্রতি বছর এই বিজয়ের মাসে বলো বাবা আসবে
কিন্তু বাবা যে আসেনা।
আমি শুনতে চাই আমি বুঝতে চাই
আমি দেখতে চাই আমার বাব কোথায়?

শোন তাহলে খোকা,
মা বাবা হারালাম
বোন হারালাম ভাই হারালাম।
সব হারিয়ে যুদ্ধে গেলাম।
বহু ত্যাগের বিনিময়ে বিজয় হয়ে
বিজয় নিয়ে স্বাধীনতা আনলাম।

শোন শোন খোকা
গর্বে আমার আজও প্রাণ ভরে যায়।
বলতে আমার নেই কোন দিধা।
আমি মুক্তি যোদ্ধা,
আমিই আবার বীরাঙ্গনা
আমি বীরাঙ্গনা আমি বীরাঙ্গনা
আর তাই তোর নাম রেখেছি বিজয়।
তুই যে বাংলার বিজয় তুই বাংলার স্বাধীনতা।

মা মাগো ওমা আমি গর্বিত
বাংলাদেশ আমার মাতৃভূমি আর তুমি আমার মা।
তুমি আমার স্বাধীনতা তুমি সবার বাংলা।

345 Views

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সাথে তুমুল বজ্রপাত

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু