ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা শপথ নিলেন

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ অক্টোবর ২০২১, ১২:০৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।
উক্ত শপথ অনুষ্ঠানে দ্বিতীয় বারের মতো শপথ গ্রহণ করেন চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে শপথ নেন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের রাশেদা বেগম, ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ফারহানা ইয়াছমিন ফোরকান, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান আরা।
সাধারণ আসনে কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেন ১নম্বর ওয়ার্ডে এম নুরুস শফি, ২নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম হিমু, ৩নম্বর ওয়ার্ডে ইফতেখারুল ইসলাম হানিফ, ৪নম্বর ওয়ার্ডে জাফর আলম কালু, ৫নম্বর ওয়ার্ডে ফোরকানুল ইসলাম তিতু, ৬নম্বর ওয়ার্ডে আবদুস সালাম, ৭নম্বর ওয়ার্ডে নুরুল আমিন, ৮নম্বর ওয়ার্ডে মুজিবুর রহমান ও ৯নম্বর ওয়ার্ডে বেলাল উদ্দিন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর কোন ধরণের সংঘর্ষ ছাড়াই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে চকরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী ২১৪৯০ ভোট পেয়ে বিশাল ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। এছাড়াও সংরক্ষিত আসনে ৩জন নারী কাউন্সিলর ও সাধারণ আসনে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়। গত ২৬ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভায় নব নির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গেজেট প্রকাশিত হয়।

শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, সকলকে সাথে নিয়ে চকরিয়া পৌরসভাকে উন্নয়নে আধুনিক ও মডেল হিসেবে রূপান্তরিত করতে চাই। জনগণের কল্যাণে রাত-দিন কাজ করে যাচ্ছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। তিনি চলমান উন্নয়ন কর্মকান্ড আগামী কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানান এবং পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

49 Views

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সাথে তুমুল বজ্রপাত

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু