ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিক-মালিকদের অধিকার নিশ্চিত হবে-আনোয়ারী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ জুলাই ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা ও টেকনাফ-উখিয়া সংসদীয় আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী বলেন,ইসলাম কালজয়ী ও শাশ্বত এক পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থার নাম।

ইসলাম মানুষের সাথে সুন্দর আচরণ, মানবিক মর্যাদা ও অধিকার সুরক্ষার পুরো নিশ্চয়তা বিধান করেছে। ইসলাম ন্যায়সঙ্গত শ্রম প্রদান করা ও শ্রমিকের অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে।

ইসলাম শ্রমিকদের অধিকারের প্রতি সম্মান প্রর্দশন করে।
শ্রমিককে কষ্ট দেওয়া জাহেলিয়াত যুগের মানসিকতা মনে করে।

এ ব্যাপারে হযরত আবু হুরায়রা (রা.) বলেন, নবী করিম (সা.) বলেছেন, “তোমাদের কেউ যেন আমার দাস, আমার দাসী, না বলে।

কেননা আমরা সবাই আল্লাহর দাস-দাসী।” ওমর ইবনে হুরাইস (রা.) হতে বর্ণিত নবী করিম (সা.) বলেছেন, “তোমরা তোমাদের কর্মচারীদের থেকে যতটা হালকা কাজ নিবে তোমাদের আমলনামায় ততটা পুরস্কার ও নেকী লেখা হবে।

জননেতা নুর আহমেদ আনোয়ারী আরো বলেন, ইসলাম শুধু শ্রমিক-মালিক সুসম্পর্ক প্রতিষ্ঠার কথাই বলে না বরং সমগ্র মানব জাতির মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। মানুষে-মানুষে হিংসা-বিদ্বেষ ও শত্রুতার পরিবর্তে সৌহার্দ-সম্প্রীতি গড়ে তুলতে চায়।

আর ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিক-মালিক, নারী-শিশু-পুরুষ সর্বশ্রেণির মানুষ পাবে তাদের অধিকার, দূর হবে সকল প্রকার অশান্তি ও হানাহানি এবং বিশ্বব্যাপি প্রতিষ্ঠিত হবে শান্তি ও নিরাপত্তা।

যে কোন শ্রমকেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং শ্রমিকের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সম্ভাব্য সব প্রচেষ্টাই একটি উন্নত ও সমৃদ্ধ জাতিরাষ্ট্রের এক অনিবার্য অনুষঙ্গ হওয়া আবশ্যক।

এই মিশন নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৯৬৮ সালে থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে।
তাই আসুন আগামী দিনে সারাদেশসহ শ্রমিকরা নিজেদের প্রয়োজনে ইসলামের দেওয়া শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তথা ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পতাকাতলে সমবেত হয়।

উখিয়া উপজেলার উদ্যেগে আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। উখিয়া উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিট প্রতিনিধি সভায় প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল ফজল, উপজেলা উপদেষ্টা মাওলানা নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান ও জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক নেতা হাফিজ উদ্দিন, নাছির উদ্দিম, আরাফাত হোছাইন, মুহাম্মদ ফারুক, আজিজুর রহমান প্রমুখ।

472 Views

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সাথে তুমুল বজ্রপাত

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু