ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বাদ পড়া সৌম্য পেয়েছেন ‘এ+’

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ মার্চ ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
গত রবিবার আগামী এক বছরের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে বিসিবি। ‘লাল বল’ এবং ‘সাদা বল’ দুই ক্যাটাগরিতে নাম প্রকাশ করলেও কোন তালিকায় ছিলেন না সৌম্য সরকার। চাকরির তালিকায় নিজের নাম না দেখে হয়তো কিছুটা অবাকও হয়েছেন সৌম্য। বিসিবি নাকি ‘ভুল’ করেই সৌম্যকে অন্তর্ভুক্ত করতে ভুলে গেছেন। ভুল মানুষের-ই হয়। কিন্তু এতজনের বোর্ড মিটিংয়ে এত সুন্দর ভুল খানিকটা বেমানানই লাগে।

বিসিবির ভুল কাটিয়ে সৌম্য সরকার চুক্তিতে ফিরেছেন। শুধু ফেরেননি, ‘এ প্লাস’ ক্যাটাগরির হয়ে সাদা বলে অন্তর্ভুক্ত হয়েছেন। মূলত দলে যারা ভালো খেলেন, তারাই ‘এ প্লাস’ এর অন্তর্ভুক্ত হন। বাংলাদেশে ‘এ প্লাস’ ক্যাটাগরি মানে সিনিয়রদের দখলে। পঞ্চপাণ্ডব ই যেন প্রথম সারির চুক্তির জন্য নিবন্ধিত হবেন। এবার বিসিবি চুক্তির ধরণ পাল্টিয়েছে। দুই দলে খেলোয়াড়দের আলাদা করেছে। সিনিয়রদের সাথে সৌম্যকেও যুক্ত করেছে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। বলা যায়, বিশ্রামের নামে টেস্ট দল থেকে এক প্রকার বাদ পড়েছেন টি-টোয়েন্টির অধিনায়ক। চুক্তির তালিকা অনুযায়ী লাল বলের তালিকাতেও রিয়াদের নাম। সাদা বলে ‘এ প্লাস’ ক্যাটাগরির হয়েও লাল বলে নাম নেই সৌম্য সরকারেরও। হয়তো লাল বলে ধারাবাহিকতার অভাব সৌম্যকে বাদ দিতে বাধ্য করেছে।

মাঝে ক্রিকেট পাড়ায় বেশ কিছুদিন ছিলেন না সৌম্য সরকার। বিয়ের জন্য ছুটি নিয়েছেন। দীর্ঘ দিন ছুটি কাটিয়ে দলে ফিরেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। ভুলক্রমে চাকরি থেকে বাদ পড়েছেন। কর্তারা আবার চুক্তিতে অন্তর্ভুক্ত করেছেন। সিনিয়রদের সাথে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে নিবন্ধিত করেছেন। লিটনের মতো সৌম্যও নাকি বিয়ের পর নিজেকে আরও পরিণত অনুভব করছেন। পরিণত সৌম্য এবার ব্যাটের ধারাবাহিকতা বজায় রাখলেই ‘বিয়ের পর’ কথার ষোলকলা পূর্ণ হবে।

 

 

একনজরে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকাঃ

এ প্লাস: (মাসিক পারিশ্রমিক ৪ লাখ)

লাল বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল
সাদা বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার।

এ: (মাসিক পারিশ্রমিক ৩ লাখ)

লাল বল: মুমিনুল হক
সাদা বল: নেই

বি: (মাসিক পারিশ্রমিক ২ লাখ)

লাল বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
সাদা বল: মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস।

সি: (মাসিক পারিশ্রমিক দেড় লাখ)

লাল বল: নেই
সাদা বল: মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন

ডি: (মাসিক পারিশ্রমিক ১ লাখ)

লাল বল: নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি।
সাদা বল: আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত।

72 Views

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সাথে তুমুল বজ্রপাত

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু