ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. সর্বশেষ

গ্রীন ভয়েস ও আমার ভাবনায় পরিবেশ।

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ সেপ্টেম্বর ২০২২, ৬:২৭ অপরাহ্ণ

Link Copied!


মানুষের চিন্তার পরিবর্তন ঘটে নিয়মিত, মানুষ কখনো স্বপ্নকে আঁকড়ে ধরে থাকতে পারে কখনো বিচ্যুতি ঘটে স্বপ্নের, চিন্তার।

আমাদের মতো শিক্ষার্থিদের বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম পদক্ষেপটি ঘটে মূলত নিজেকে একজন সত্যের সৈনিক হিসেবে গড়ে তোলার নিমিত্তে এবং এর সাথে দেশেকে সুন্দরভাবে গড়ে তোলার যে সাধ-স্বপ্ন এমনকি উদ্ভাসিত মনকে জাগিয়ে তোলার জন্য। আমরা দেশ, জাতি ও মনুষ্যত্বের প্রতি যে সূর্য শপথ বুকে নিয়ে এখানে এসেছি তা যাতে কোনভাবেই ভরাডুবি না হয়ে যায়। ভরাডুবি হবে তখনই, যখন আমাদের অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে না পারবো। আর যাই হোক, আমাদের সকলের একটা বিষয় জানা আছে যে,আমরা কোন না কোন ভাবে পরিবেশের উপর মুখাপেক্ষী হয়ে বেঁচে আছি। তবুও, আমাদের চারপাশের বর্তমান পরিবেশ, আবহাওয়া, জলবায়ু এবং সীমিত সম্পদের ব্যাকুলাবস্থায় আমরা কেউ সচেতন নয়। আমরা সকলেই এখন সভ্যতার পৃষ্ঠতলে চাপায় পড়ে আছি।

আমাদের দৃষ্টির আড়ালে এমন সর্বগ্রাসী আছেন, যারা তাদের ব্যক্তিগত স্বার্থ কিংবা সাধ-আস্বাদনের মাধ্যমে পরিবেশকে নানা ফাঁদে ফেলে ধ্বংস করছে। তবে, তাঁর অবচেতন মন কখনও হয়তো বুঝতে উঠতে পারছে না, এই পরিবেশ ধ্বংসের শাস্তি পেতে তাঁর নিজ প্রজাতিকে হারিয়ে ফেলার পথকে সুগম করছে।

তাই, আমাদেরকে বেঁচে থাকতে হলে পৃথিবীকে বাঁচাতে হবে, পৃথিবী বাঁচানোর প্রেরণা আসবে তখনি যখন আপনি একটি সংগঠনভুক্ত হয়ে পরিবেশের জন্য লড়াই করে যেতে পারবেন।

সংগঠন দিবে আপনাকে সাহস, কাজ করার তাগিদ, সংঘবদ্ধ হয়ে সম্মিলিত চেষ্টায় ভালো কিছু করার একটা প্লাটফর্ম।

কারণ আমরা জানি,পরিবেশ বাঁচলেই আমাদের বেঁচে থাকার পথ সুদীর্ঘ হতে পারে। এখন থেকে আমরা যাই করি না কেন বা যেকোন পরিকল্পনা আমাদের মাথায় আসুক না কেন তাতে যেন পরিবেশ সুরক্ষার বিষয়টি কখনও বাদ না পড়ে। অর্থাৎ আমাদের সকল কর্মপরিকল্পনাতে পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন থাকাটাই হবে শুভবুদ্ধি ও বিবেচনাসম্মত কাজ। আর সেই বিবেচনা বোধটুকু যদি কখনও বাদ পড়ে যায়। তাহলে, আমাদের সকল কর্মপরিকল্পনা হয়তোবা বৃথাও যেতে পারে।এমন চমৎকার কর্মপ্রন্থার নীতিগত দিক আপনি গ্রীন ভয়েস করার মাধ্যমে জানতে পারবেন।

”যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে” এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে ২০০৫ সালের ১৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয় গ্রীন ভয়েস।

স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণ মূলক ও অরাজনৈতিক সংগঠনটি পরিবেশ রক্ষায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে, ১৬ টি অঙ্গ সংগঠনকে সঙ্গী করে চলছে গ্রীন ভয়েসের মানব ও পরিবেশের উন্নয়নমূলক কাজ।

আসুন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস শাখায় এবং পুরো দেশের শিক্ষাঙ্গন জুড়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াই।

লেখক:
দেলোয়ার
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

335 Views

আরও পড়ুন

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদ।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের