ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. সর্বশেষ

দোকানের বকেয়া টাকা চাওয়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম করলো কিশোর গ্যাং

প্রতিবেদক
নিউজ এডিটর
১৩ আগস্ট ২০২২, ৬:০০ অপরাহ্ণ

Link Copied!

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের কয়েকজন কিশোর গ্যাং লিডারের মধ্যে তারাউল ইসলাম আইমন অন্যতম।তাঁর হামলায় গুরুতর আহত হয়েছেন মাদ্রাসার ছাত্র মামুনুর রশিদ।

শুক্রবার(১০ আগষ্ট)রাত ৯টার সময় মালেক পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্হানীয়রা বলেন শুক্রবার রাত ৯টার সময় কিশোর গ্যাং তারাউল ইসলাম আইমন থেকে বকেয়া টাকা পেরত চাই,তখন সে বেপরোয়া হয়ে তার দলবল নিয়ে চুরি,কিরিচ দিয়ে এই হামলা করে, এই হামলায় গুরুতর আহত হয় মাদ্রাসার ছাত্র মামুনুর রশিদ। স্হানীয়রা এগিয়ে আসলে ঘটনা স্টল থেকে সটকে পড়েন এবং আহত মামুনকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় পেকুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন,কর্তব্যরত চিকিৎসক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপার করেন।

কিশোর গ্যাং লিডার তারাউল ইসলাম(আইমন) উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়ার এলাকার দিনমজুরের ছেলে।তিনি ছাত্রলীগ নেতাদের ছায়া স্থলে থাকেন ।বর্তমানে তাঁর নেতৃত্বে উজানটিয়া মালেক পাড়া এলাকায় বিপদগামী কিছু উঠতি বয়সী ছেলেদের সমন্বয়ে একটি কিশোর গ্যাং তৈরী করেছে। তার নেতৃত্বে,সাবমেরিনের চোরাইকৃত মালামাল সাপ্লাই করে,এলাকায় চুরি-ডাকাতি এবং উপকূলীয় এলাকায় ইয়াবা ব্যবসাসহ বড় ধরণের অপরাধ সংঘঠিত হচ্ছে প্রতিনিয়ত ।

খোঁজ নিয়ে আরো জানা যায়, কিশোর গ্যাং লিডার তারাউল ইসলাম আইমন একজন পেশাদার কিশোর গ্যাং লিডার। ইতিপুর্বে সি এম পির হালিশহর থানা হতে বিগত ১৫/৮/২০২১ ইং তারিখে প্রেরিত BCR(Bad character Roll) মূলে পেকুয়া থানা হইতে রিপোর্ট তলব করা হয়। চাহিত মতে পেকুয়া থানা বিগত ১৫/৩/২২ ইং তারিখে স্বারক নং-৯৪৪ মূলে তদন্ত পূর্বক তারাউল ইসলাম আইমন একজন খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক মর্মে রিপোর্ট প্রদান করেন মর্মে নির্ভরযোগ্য সুত্রে জানা যায়। চট্টগ্রাম শহরে মাঝে মাঝে অবস্থান করে বিভিন্ন চুরি ছিনতাইয়ের সাথেও জড়িত কিশোর গ্যাং লিডার তারাউল।

এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(ওসি)মোহাম্মদ ফরহাদ আলী জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।এখনো লিখত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

117 Views

আরও পড়ুন

বিতর্কে জয়ী রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদ।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত