ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

মৌলভীবাজার–৪ আসনে ইসলামী জোটে দাড়িপাল্লার প্রার্থী আব্দুর রব এগিয়ে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ

Link Copied!

Oplus_131072

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই গতি পাচ্ছে। গত দুই দিনে এই আসন থেকে পাঁচজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা নির্বাচনী মাঠকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার দলটির নির্বাচনে অংশগ্রহণ না থাকা এবং বিএনপির অভ্যন্তরীণ বিভক্তির সুযোগে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, দাড়িপাল্লা প্রতীকের এডভোকেট মোহাম্মদ আব্দুর রব আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগের দিন বুধবার একই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), তাঁর পুত্র মুঈদ আশিক চিশতি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু এবং জমিয়ত নেতা ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদর ও মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।

এদিকে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে ৮ দলীয় ইসলামী জোট। এ জোটে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলামী দলগুলোর ভোট একত্রিত করে শক্তিশালী নির্বাচনী সমীকরণ গড়াই এই জোটের প্রধান লক্ষ্য।

সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে জুলাই অভ্যুত্থান-পরবর্তী গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নানা জল্পনা-কল্পনার পর দলটি ইসলামী জোটের সঙ্গে নির্বাচনি সমঝোতার পথে এগোচ্ছে। ইতোমধ্যে আসন ভাগাভাগি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

মাঠপর্যায়ের অনুসন্ধান, স্থানীয় ভোটারদের মতামত এবং ওয়ার্ডভিত্তিক রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণে দেখা যাচ্ছে—বর্তমান পরিস্থিতিতে তুলনামূলকভাবে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব কিছুটা এগিয়ে রয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, সিলেট মহানগর ছাত্রশিবির ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুর রবকে দলীয়ভাবে মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তফসিল ঘোষণার আগেই তাঁর পক্ষে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ জোরদার করেছেন।

স্থানীয় সূত্র জানায়, কারাবরণকারী এই নেতা দীর্ঘদিন ধরেই শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় সাংগঠনিকভাবে সক্রিয়। তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন, শুনছেন ভোটারদের সমস্যা ও প্রত্যাশার কথা। নিয়মিত উঠান বৈঠক, পথসভা এবং বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে সর্বস্তরের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

মাঠপর্যায়ের ধারণা অনুযায়ী, নৈতিকতা, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং ইসলামি মূল্যবোধের প্রশ্নে তাঁর অবস্থান ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব কারণেই নির্বাচনী মাঠে তাঁর গ্রহণযোগ্যতা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে।
অন্যদিকে বিএনপির প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন দলেরই আরেক প্রভাবশালী নেতা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যা বিএনপির ভোট বিভাজনের আশঙ্কা বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিএনপির কেন্দ্র ঘোষিত প্রার্থী শিল্পপতি হাজী মুজিবুর রহমান চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এবং ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করেন তিনি। স্থানীয়ভাবে তিনি হাজী মুজিব বা স্বর্ণ মুজিব নামে পরিচিত। হাজী মুজিব ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দুই দশকের বেশি সময় ধরে এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বিএনপির একাংশের নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের রোষানলে পড়ে হাজী মুজিব একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সে কারণেই দল তাঁকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় ভোটারদের বড় একটি অংশ তাঁর দিকে ঝুঁকবে বলেও তারা আশাবাদী।

এদিকে পাঁচবারের নির্বাচিত সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বিএনপির ভেতরের বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এই সদস্য ২০০১ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া এই নেতা প্রায় পাঁচ দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন।

মহসিন মিয়ার অনুসারীরা জানান, ২০০৭ সাল থেকে তিনি একাধিক মামলার শিকার হন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় সক্রিয় ভূমিকা রাখছেন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় সভা-সমাবেশ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি জোরালো জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, যা তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে বলে দাবি অনুসারীদের।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপ্রত্যাশী প্রীতম দাশের মাঠপর্যায়ের উল্লেখযোগ্য প্রচারণা এখনো চোখে পড়েনি। ফলে স্থানীয়ভাবে তিনি কিছুটা জনবিচ্ছিন্ন অবস্থানে রয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
তবে সংশ্লিষ্ট মহলের মতে, অন্য প্রার্থীরাও নিজ নিজ সাংগঠনিক শক্তির ওপর ভর করে নির্বাচনী প্রস্তুতি জোরদার করছেন এবং ভোটের চূড়ান্ত চিত্র এখনো পরিবর্তনশীল। সবকিছু বিবেচনায় বর্তমান বাস্তবতায় মৌলভীবাজার–৪ আসনে ইসলামী জোটের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকের এডভোকেট মোহাম্মদ আব্দুর রব মাঠপর্যায়ে অনেকটায় এগিয়ে রয়েছেন—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল ও সচেতন ভোটাররা।

আরও পড়ুন

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

ডালিয়া খানমের কবিতা ❝ কল্পনা❞

ঈদগাঁওতে মদ ও টমটমসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজার-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র সংগ্রহ

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং অফিসার

কক্সবাজার–২ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি

সংসদে যাচ্ছি বেওয়ারিশ মানুষের স্বার্থে—শওকত হোসেন পিপিএমের প্রতিশ্রুতি

গাইবান্ধায় এক নারী মোটারসাইকেল আরোহী নিহত

শর্ত দিয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত

জকসু নির্বাচন: ছাত্রদল–ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

কাল বিয়ে করতে যাচ্ছেন ডাকসু জিএস এস.এম ফরহাদ

চকরিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা, দুই প্রতিষ্ঠানে জরিমানা