ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন এসআর খাল- পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল ও প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় পৃথক অভিযান চালিয়ে২কেজি৬৯গ্রাম আইস ও ১লাখ১০হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ব্যাটালিয়ন(বিজিবি) অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,গত ২০ ও ২১ডিসেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে বিশেষ তিনটি টহল দল নাফনদী সংলগ্ন এসআর খাল-পার্শ্ববর্তী কেওড়া জঙ্গলে ও প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকাটি ঘিরে রেখে দীর্ঘ১২ঘন্টা তল্লাশী অভিযান চালায়।এসময় এসআর খাল সংলগ্ন হ্যাচারী নামক স্থান থেকে ২কেজি৬৯গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় জেলে ও অন্যান্যদের কাছ থেকে জানা যায়,অজ্ঞাত পাচারকারীরা কিছু মাদক লুকিয়ে একটি সন্দেহজনক ব্যাগ নিয়ে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ প্রধানমন্ত্রীর কার্যালয় নামক এলাকার দিকে পালিয়ে যায়।
এছাড়া অপরদিকে একই সময় বিজিবি টহলদল লুকিয়ে থাকা পাচারকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় তাদের কাছে থাকা অবশিষ্ট মাদক নদীতে ফেলে স্থানীয় জনসাধারনের ভীড়ে লুকিয়ে যায়।এ সময় স্থানীয়দের সহায়তায় বিজিবি অভিযান দল নাফ নদীর তীরবর্তী সাইরান খালের পানিতে ভেসে থাকা৮০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত আইস ও ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।