ঢাকাশুক্রবার , ২৮ জুনe ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ‘তদন্তে মিলেনি সত্যতা’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ জুন ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

Link Copied!

শহিদুল ইসলাম, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক কতৃক পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় প্রাতিষ্ঠানিক তদন্তে
ঘটনার সত্যতা পায়নি তদন্ত কমিটি। দশ দিনের টানা তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠান প্রতিনিধি সিস্টার বৃন্তা রেমা, সদস্য ব্রাদার ফ্লেভিয়ান কিন্ডারগার্টেন স্কুলের প্রধান সমন্বয়কারী ব্রাদার রক্তিম চিরান ও সদস্য আইসিটি বিষয়ক সহায়তা প্রদানকারী প্রভাষক ওমর ফারুক সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সিস্টার বৃন্তা রেমা বলেন, ‘সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে তদন্ত কমিটির নির্দেশ পাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। প্রাথমিক তদন্তে দুই শিক্ষক এ ঘটনায় জড়িত বলে সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে আমরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা গ্রহণসহ ৬টি সুপারিশ করেছি।’

সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা বলেন, ‘তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। ডিসিপ্লিনারি কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হবে। এরপর জরুরি রিজেন্ট বোর্ড গঠন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিবেদন ও তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক সুরোজিত পাল ও রকিব উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চার শিক্ষার্থী (আদ্যাক্ষর আ, মু, আ, গো) সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন।

এছাড়াও এ ঘটনার সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বেবি চন্দ, শার্লিন সুবেরিও ইউজিন, মার্গ্রেট মনিকা জিন্স, নীল রাসেল সোহার, স্বরুপ দাশ, রুমা ভট্টাচার্য, রুমি চৌধুরী, সাথি গোমেজ, কামনাশীষ ভট্টাচার্য জড়িত বলেও তদন্তে প্রমাণ মিলেছে।

ঘটনার রহস্যভেদে জানা গেছে, অভিযুক্ত দুই শিক্ষকদের মানহানি ও তাঁদের চাকরিচ্যুত করার প্রয়াসেই হিংসার বশবর্তী হয়ে মূলত প্রতিষ্ঠান প্রধান ও অভিযুক্ত শিক্ষকদের দমন করতে এসব ঘটনা সাজানো হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরো উঠে আসে, যৌন নিপীড়নের ঘটনার বিষয়ে বাদী-বিবাদী কেউ অভিযোগ উপস্থাপন করেনি। কিন্তু তৃতীয় পক্ষ হিসেবে ৪৭ শিক্ষকেরাই সর্বপ্রথম এটি উত্থাপন করেন। ফলে, এটাই স্পষ্ট, বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত করে চাঞ্চল্যকর পরিস্থিতি ও উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করতে এ কাহিনী সাজিয়েছিলেন তাঁরা।

তদন্ত প্রতিবেদনের পাশাপাশি কমিটি সুপারিশ করেছেন, এ ঘটনার সাথে জড়িত শিক্ষক, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থার। যাতে পুনরায় এ ধরনের ঘটনা না ঘটে।

এছাড়াও তদন্তে অন্য কোন শিক্ষক জড়িত কিনা তা সনাক্তে নতুন কমিটি গঠনের সুপারিশ করে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিয়ে সজাগ দৃষ্টি রাখা, শিক্ষক দলীয়করণের দিকে কতৃপক্ষের নজর ও সিনিয়র জুনিয়র শিক্ষকদের মধ্যে দলাদলি রোধ করে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কথা বলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবার সুপারিশ করেছেন।

শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে আরো জানা যায়, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে দুই শিক্ষক কতৃক যৌন নিপীড়নের অভিযোগ পাবার সাথে সাথেই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। দ্রুত তদন্ত প্রতিবেদন নেওয়া হলেও তার ৫ দিন পর মঙ্গলবার (১১ জুন) সকালে নগরের কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৪) করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

পরে মামলায় অভিযুক্ত জীব বিজ্ঞানের শিক্ষক রকিব উদ্দিন (৩৫) কে সন্ধ্যায় নগরের বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত অন্যজন অর্থনীতি বিষয়ের শিক্ষক সুরোজিত পাল (৩৩)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ জুন সকাল ১০টার দিকে টিফিন বিরতির সময় অভিযুক্ত দুই শিক্ষক কৌশলে ভুক্তভোগী ওই ছাত্রীকে ৬ তলার বাথরুমের পাশে নিয়ে যান। সেখানেই অবাঞ্ছিতভাবে ওই ছাত্রীকে স্পর্শ করে শ্লীলতাহানি করেন।

তাঁদের এমন আচরণে ভয় পেয়ে চিৎকার দিলে ওই ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে চলে যান তারা। ভুক্তভোগী ছাত্রী ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। স্কুল ছুটির পর বাসায় এসে কান্নাকাটি শুরু করে। পরবর্তী সময়ে ছাত্রীর মা কান্নার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত বলে। পরে মা বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

গত ২৭ মে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। ৫ জুন তদন্ত কমিটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভাবে ১২ পৃষ্টার একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্তের সার সংক্ষেপে ছিলো গত ২৬ মে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির এক শিক্ষার্থী ও ৪৭ জন শিক্ষকের স্বাক্ষরে দুই শিক্ষক সুরোজিত পাল রকিব উদ্দিনের বিরুদ্ধে ‘চারিত্রিক ও নৈতিক স্খলন’ এর অভিযোগ আসে।

এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতি সিস্টার শিল্পী সেলিন কস্তা, ফাদার লেনার্ড সি রিবেরু ও ফাদার টেরেন্স রড্রিক্স, ভিকার জেনারেল, চট্টগ্রামের আর্চ ডায়োসিস বিশপ লরেন্স সুব্রত হাওলাদারের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেন।

উক্ত কমিটি তদন্ত প্রক্রিয়ায় অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থীর ঘনিষ্ঠ বান্ধবী ও অভিভাবকদের সাক্ষাৎকার গ্রহণসহ তাঁদের স্ব স্ব নম্বর ও যাবতীয় সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করেন।

এতে তদন্তকালে জানতে পারেন উক্ত শিক্ষার্থী শিক্ষকের নামে ফেসবুক আইডিসহ আরো বিভিন্ন নামে একাধিক আইডি ব্যবহার করেন। রয়েছে তার ৫ টি হোয়াটসঅ্যাপ আইডিসহ ইন্সটাগ্রাম, দদ ও টিকটক একাউন্ট।

তদন্তে বেশ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। একই প্রতিষ্ঠানের শিক্ষক বেবি চন্দ ও শার্লিন সুবেরিও ইউজিনের নির্দেশে শিক্ষক রকিব উদ্দিনের নামেও ৩ টি ফেক আইডি খোলে।

এছাড়াও সুরোজিত পালের নামেও ফেসবুক আইডি খোলার কথা স্বীকার করেন। এসব আইডিতে যুক্ত করেন শিক্ষক ধীমান চৌধুরী, এলভিন সুজন দাশ, বেবি চন্দ, তৈয়বা সুলতানা, নীল রাসেল সোহার, রুমা ভট্টাচার্য, সুরজিত পাল ও রকিব উদ্দিন কে।

শিক্ষার্থী জানায়, শিক্ষক বেবি চন্দের নির্দেশে শিক্ষার্থী ও বান্ধবীরা মিলে দুই শিক্ষক সুরোজিত ও রকিবকে ফাঁসাতে এসব কাণ্ড করেছেন। যেসব কথা স্বীকার না করতে বেবি চন্দ তাঁদের অভিভাবক ও শিক্ষার্থীদেরও ভয় ভীতি প্রদর্শন করেন।

তাঁতে স্পষ্ট হলো- দুই শিক্ষককে ফাঁসাতে কিছু শিক্ষক ৫ ভাগ বেতন বৃদ্ধির কথা বলে ৪৭ জন শিক্ষকের স্বাক্ষর সংগ্রহ করেন। তদন্ত প্রতিবেদনে এসব উঠে আসার সাথে সাথে এটাও নিশ্চিত হয়েছেন কমিটি, এসব ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন পর্দার আড়ালে থাকা শিক্ষক বেবি চন্দ ও শার্লিন সুবেরিও।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মো. নওশের কোরেশী বলেন,’ আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ওটা যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান সব স্পটেই তাঁদের সিসিটিভি ক্যামেরা রয়েছে। মামলাটি তদন্তাধীন তাই মামলার স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।’

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর রিপন কুমার দাস বলেন, ‘পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক অভিভাবক। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা উন্মোচন হবে।’

52 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে নিজ উদ্দ্যোগে সাঁকো নির্মাণ করে দিলেন ব্যাংকার চয়ন

ড্রাগ আগ্রাস‌নের কব‌লে তরুণ প্রজন্ম (৩য় পর্ব)

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে প্রশংসিত কাপাসিয়ার লাবিবা

শেরপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

শাপলাপুরে বেড়িবাঁধে ভাঙন, ব্যাহত হচ্ছে চাষাবাদ : দায়সারা ভাব পাউবো’র

কুমারখালিতে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন

মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে

বিএনপি ভারতবিরোধী কথাবার্তা বলে টিকে থাকতে চায়: হানিফ

ড্রাগ আগ্রাস‌নের কব‌লে তরুণ প্রজন্ম (দ্বিতীয় পর্ব)

কুষ্টিয়া মেডিকেল কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

কক্সবাজারে বিদেশি অস্ত্র-গুলিসহ চোরাচালান চক্রের দুই সদস্য আটক

ড্রাগ আগ্রাসনের কবলে তরুণ প্রজন্ম (১ম পর্ব)