ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন জগন্নাথপুরের পৌর মেয়র প্রয়াত আলহাজ্ব আব্দুল মনাফ

প্রতিবেদক
নিউজ এডিটর
১৭ জানুয়ারি ২০২০, ৭:৫৭ অপরাহ্ণ

Link Copied!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার সদ্য প্রয়াত মেয়র আলহাজ্ব আবদুল মনাফকে আজ শুক্রবার সকালে জগন্নাথপুর পৌর সভার সামনে নিয়ে আসলে পৌর সভার প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ তাঁর কফিন বরণ করে পৌর সভার নতুন ভবনে নিয়ে যান সেখানে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

পৌর সভার সামনে মঞ্চে লাশ রাখা হলে শোকার্ত জনতা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে ভীড় করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর পক্ষে পৌর মেয়রের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়, এরপর একে একে জগন্নাথপুর পৌর পরিষদ, উপজেলা পরিষদ, ছাত্র পৌর পরিষদ,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর বাজার বণিক সমিতি, বাজার তদারক কমিটি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জগন্নাথপুর সরকারি কলেজ, উপজেলা রাধারমন সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী সতীশ গোস্বামী।বিকেল তিনটায় জগন্নাথপুর সরকারী কলেজ মাঠে জানাযা নামাজ অনুষ্টিত হয়। জানাযার নামাজ শেষে হবিবপুর গ্রামের বাড়ীতে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এশার নামাজের পর মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়

সরকারী কলেজ মাঠে লাশের গাড়ী নেওয়া পরে হাজার হাজার রাজনৈতিক সহকর্মী, কর্মী-সমর্থক-অনুরাগী উপস্থিত হন। জানাযায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, এডিশনার এসপি (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী কর্তকর্তা মাহফুজুল আলম মাসুম, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর পূর্বে দুপুর পোনে দুইটায় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান পৌর সদরে হবিবপুর গ্রামের বাড়ি গিয়ে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি মরহুম আবদুল মনাফ এর পরিবারের সদস্যদের শান্তনা দেন। এসময় মেয়র আব্দুল মনাফ এর বড় ছেলে সেলিম মিয়া পরিকল্পনা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তাঁর বাবা মেয়র আব্দুল মনাফ কে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে সহযোগিতা করেন। পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান ও মেয়র আব্দুল মনাফ এর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য শনিবার (১১ জানুয়ারি) যুক্তরাজ্যের ব্রাইটনে নিজ বাসায় লন্ডনের স্থানীয় সময় সাড়ে ৯ টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। উপজেলার পৌর সদরের হবিবপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব আবদুল মনাফ দ্বিতীয় বারের মতো জগন্নাথপুর পৌর সভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

79 Views

আরও পড়ুন

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সাথে তুমুল বজ্রপাত

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু

গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেফতার

নওজোয়ানের সংবর্ধনায় চবি ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী মোবারক হোসাইন

শুধু গরমে গাছের গুরুত্ব নয়, গাছ লাগাতে হবে সারাবছর

বিশ্ব শ্রমিক দিবস : একটি পর্যালোচনা

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন