ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫৬৪ জন, মৃত্যু ৫ জন

প্রতিবেদক
নিউজ ভিশন
৩০ এপ্রিল ২০২০, ২:৪৯ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন থাকা ৫ জন আক্রান্তকারী। যাদের মধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা ২ জন। গতকাল দেশে আক্রান্ত হয়েছেন ৬৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন করোনা রোগী। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১০ জন রোগী। এ পর্যন্ত মোট ১৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘন্টায় ৪৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৬৪৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস বুলেটিনে এ কথা জানানো হয়।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ছাড় পায়নি বাংলাদেশও। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত হয়। ১৮ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু ঘটে। গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনায় আক্রান্তকারী এবং মৃত্যুর সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে। শেষ কয়েকদিনে জ্যামিতিক হারে বেড়ে চলা আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ৭ হাজার ছাড়িয়েছে। আজকের আক্রান্তসহ মোট রোগীর সংখ্যা ৭ হাজার ৬৬৭ জন। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। গতকাল থেকে আজ করোনা রোগী হ্রাস পেয়েছে ৭৭ জন।

বিশ্বখ্যাত ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারস এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সমগ্র বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে ৩৩ লাখের পথে। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা প্রায় ২ লাখ ছাড়িয়ে। বর্তমানে বিশ্বে করোনায় মৃত রোগীর সংখ্যা ২ লাখ ২৮ হাজারেরও বেশি। করোনা আক্রান্তে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করছে। যেখানে আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ১ মিলিয়ন ছাড়িয়েছে। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার এবং মৃত্যু ৬১ হাজার ছাড়িয়ে।

174 Views

আরও পড়ুন

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদ।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

গাইবান্ধা শাহ সিমেন্টের প্রতিটি বস্তায় ৫/৭ কেজি পরিমাপে কম থাকায় দোকানসহ গোডাউন সিলগালা

মিথিলা শ্রেষ্ট শিক্ষার্থী আদমদীঘি জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল ঘোষনা

নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায়

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের