ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

অর্ধ লাখ ছাড়িয়েছে শনাক্ত সংখ্যা, মৃত্যু ৭০৯

প্রতিবেদক
নিউজ ভিশন
২ জুন ২০২০, ২:৫৪ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯১১ জন। যা মোট নমুনা পরীক্ষার ২২.৯১ শতাংশ। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন থাকা ৩৭ জন আক্রান্তকারী। যাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। তাছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন প্রেস বুলেটিনে এ কথা জানান।
কক্সবাজারে মঙ্গলবার ৬১ জনের রিপোর্ট পজেটিভ , ভিন্ন জেলায় ১ , পুরাতন ৩
গতকাল দেশে আক্রান্ত হয়েছিলেন ২৩৮১ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ২২ জন করোনা রোগী। পাশাপাশি সুস্থ হয়েছিলেন ৮১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১১ হাজার ১২০ জন রোগী।

দেশে এ পর্যন্ত মোট ৫২টি ল্যাবে নিয়মিত করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। তার মধ্যে ঢাকার শহরের ২৮টি ল্যাব এবং ঢাকার বাহিরের ২৪টি। গত একদিনে নমুনা সংগ্রহের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। শেষ ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৯৫০টি এবং পরীক্ষা করা হয়েছে ১২৭০৪টি। এ পর্যন্ত মোট ৩৩৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।
আনোয়ারায় ৮ জন করোনা রোগী শনাক্ত
শেষ কয়েকদিনে জ্যামিতিক হারে বেড়ে চলা আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ৫২ হাজার ছাড়িয়েছে। আজকের আক্রান্তসহ মোট রোগীর সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। আজকের মৃত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, সিলেট বিভাগের ৪ জন, রংপুর বিভাগের ২ জন এবং বরিশাল বিভাগের ২ জন।

গতকাল থেকে আজ করোনা রোগী বৃদ্ধি পেয়েছে ৫৩০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সুস্থতার হার ২১.০০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৫ শতাংশ। বিভাগ অনুসারে সবচেয়ে বেশি আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকা বিভাগে। মোট আক্রান্তকারীর সিংহভাগ ঢাকা শহরে।
করোনায় বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট কবীর চৌধুরীর মৃত্যু
প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত হয়। ১৮ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু ঘটে। গত একমাস ধরে দেশে করোনায় আক্রান্তকারী এবং মৃত্যুর সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে।

বিশ্বখ্যাত ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারস এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সমগ্র বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়ে ৬৪ লাখের পথে। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বে করোনায় মৃত রোগীর সংখ্যা ৩ লাখ ৭৭ হাজারেরও বেশি। করোনা আক্রান্তে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করছে। যেখানে আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ১ মিলিয়ন অতিক্রম করেছে। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৫৯ হাজার এবং মৃত্যু ১ লাখ ৬ হাজার ছাড়িয়ে।

71 Views

আরও পড়ুন

গাইবান্ধার ফুলছড়িতে ভোট বর্জন করলেন চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম

শেরপুরে দুই উপজেলার নির্বাচন কাল

পেকুয়ায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দোকান ও বসতঘর

রাঙ্গাবালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটি গঠন

রাজশাহী হাসপাতালে লিফট বসানোয় জালিয়াতি ধরা।

মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন রাসিক মেয়র।

নগরীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার