ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. সর্বশেষ

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত রাবিপ্রবি দিবস

প্রতিবেদক
নিউজ এডিটর
১৫ জুলাই ২০২২, ৮:১৫ অপরাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) দিনব্যাপী পালিত অনুষ্ঠানটি দ্বিপর্বে ভাগ করা হয়।

প্রথম পর্বে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, স্বপ্ন দেখি সকল ধরনের সীমাবদ্ধতা অতিক্রম করে একদিন এ বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ে মান সম্মত শিক্ষা এবং গবেষণায় গুরুত্ব দিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এ ব্যাপারে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা, হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ সাইফুল আলম, সহকারী গ্রন্থকারীক আতু মারমা প্রমূখ।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এর আগে সকালে বিশ্ববিদ্যালয়য়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও কেক কেটে, বেলুন উঁড়িয়ে ক্যাম্পাস থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।এরপর ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা।

দ্বি পর্বের এ অনুষ্ঠানে বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়য়ের নতুন ওয়েবসাইট উন্মোচন করা হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ’র তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়’র নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

এছাড়া বিশ্ববিদ্যালয়’র কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন।

সব শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও রাঙামাটির বিভিন্ন শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সন্ধ্যায় ফানুস উড়ানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিএস বিভাগের প্রভাষক ঋষিতা চাকমা।#

111 Views

আরও পড়ুন

বিশ্ব শ্রমিক দিবস : একটি পর্যালোচনা

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত