ঢাকাশুক্রবার , ৩ মে ২০২৪
  1. সর্বশেষ

বাল্য বিয়ের দুই দিনের মাথায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
নিউজ এডিটর
২৪ মার্চ ২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

গাজীপুরের কাপাসিয়ায় বাল্য বিয়ের ২ দিনের মাথায় নাদিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে কাপাসিয়া সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে। নাদিয়া তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহত নাদিয়ার স্বামী সবুজ মিয়া (২১) জানান, পাশাপাশি বাসায় ভাড়া থাকার সুবাদে গত প্রায় এক বছর ধরে নাদিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক চলছিল। এরই মাঝে তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিলে নাদিয়ার প্রবাসী মা নিলুফা এ বিয়েতে সম্মতি দিলেও বড়বোন মরিয়ম রাজি ছিলেন না। পরে দুই পরিবারের সিদ্ধান্তে এবং মরিয়মের স্বামী অপুসহ দুই পরিবারের পাঁচ জনের উপস্থিতিতে গত ২১ মার্চ, সোমবার রাত আটটার সময় কাপাসিয়া ইউনিয়ন কাজি অফিসে গিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পরে গতকাল ২২ মার্চ, মঙ্গলবার সকালে সবুজ মিয়া তার মাকে নিয়ে জরুরি প্রয়োজনে বড়ভাইয়ের কাছে ভৈরব এলাকায় গেলে নাদিয়া তাকে বেশ কয়েকবার মোবাইল ফোনে কল দেয়। এক পর্যায়ে নাদিয়া তাকে জানায়, বড়বোন মরিয়ম তাকে এ বিয়ে ভেঙ্গে দিতে চাপ দিচ্ছে এবং তাকে পড়ালেখা করিয়ে এর চেয়েও ভালো বিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে। পরে সবুজ এ বিষয়ে নাদিয়ার মায়ের সাথে ভিডিও কলে কথা বললে তিনি তাকে বিষয়টি নিয়ে কোনো দুশ্চিন্তা করতে বারণ করেন এবং সুন্দর মতো সংসার করতে পরামর্শ দেন।

সবুজ আরো জানায়, বিয়ের পর নাদিয়ার পড়ালেখা চালিয়ে যাওয়ার বিষয়ে সবুজের মা আপত্তি জানালেও পরে রাজি হয়েছিলেন। বিষয়টি নিয়েও নাদিয়ার মাঝে দুশ্চিন্তা থাকতে পারে। পরে গতকাল ২২ মার্চ সন্ধ্যা ছয়টার দিকে নাদিয়া নিজের ঘরের দরজা আটকিয়ে বিষপানে আত্মহত্যা করেছে বলে মোবাইল ফোনে খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে আসেন। সবুজ মিয়া নরসিংদী জেলা সদরের হাজিপাড়া এলাকার মোঃ আব্দুল বারেকের দ্বিতীয় ছেলে এবং দীর্ঘ কয়েক বছর যাবৎ কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে পিকআপ ভ্যানের শ্রমিক হিসেবে কাজ করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বিয়ের বিষয়টি নিয়ে পারিবারিক চাপে বিষ জাতীয় কিছু পান করে নাদিয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মরিয়ম জানান, বড়বোন হিসেবে তিনি নাদিয়াকে এ বয়সে বিয়ে করতে নিষেধ করেছিলেন। তবে বিয়ে ভাঙ্গার বিষয়ে তাকে কোনো চাপ দেন নি।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি এ.এফ.এম নাসিম জানান, তিনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। যতটুকু জেনেছেন তাতে অপমৃত্যুর মামলা হতে পারে।

56 Views

আরও পড়ুন

শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তি পেছালো আল্লামা মামুনুল হকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সাথে তুমুল বজ্রপাত

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু

গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেফতার

নওজোয়ানের সংবর্ধনায় চবি ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী মোবারক হোসাইন

শুধু গরমে গাছের গুরুত্ব নয়, গাছ লাগাতে হবে সারাবছর

বিশ্ব শ্রমিক দিবস : একটি পর্যালোচনা

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন