নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ” জয়িতা অন্বেষণে বাংলাদেশ “শীর্ষক কার্যক্রমের আওতায়
সফল জননী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন নুরুন নাহার বেগম। সংগ্রামী এই নারী জীবন কাটিয়ে দিয়েছেন মানুষের সেবা করে। জীবনে শুরুতে তিনি পারিবারিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পরিবারের সাথে সংগ্রাম করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এর পর পারিবারিক সিদ্ধান মেনে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলী আকবর ডেইল এর প্রসিদ্ধ চৌধুরী বাড়ির সন্তান মাষ্টার সেলিম চৌধুরীর সাথে। বিবাহের পর শুরু হয় নতুন জীবন। স্বামীর আন্তরিক প্রচেষ্টা ও শ্বশুর বাড়ির সদস্যদের উৎসাহ-উদ্দিপনার উপর ভর করে সমাজের লোকচক্ষু অতিক্রম করে চাকুরিতে প্রবেশ করেন সাহসী এই জননী। পরিবার পরিকল্পনা কার্যালয়ে এফডাব্লিউভি হিসেবে যোগদান করে হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন। কর্ম জীবনের পাশাপাশি সন্তানদের করেছেন উচ্চ শিক্ষিত। এক ছেলে তিন মেয়েকে নিয়ে সুখের সংসার। বড় ছেল ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে এমএসসি,বড় মেয়ে চট্টগ্রাম কলেজ থেকে পরিসংখ্যান বিষয়ে এমএসসি,মেঝ মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং এ এমএসসি ও ঢাকা নর্দান ইউনিভারসিটি থেকে এমপিএইচ এবং ছোট মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে বিএ (অনার্স ) এমএ ডিগ্রী লাভ করেছেন। উল্লেখ্য, মাস্টার সেলিম চৌধুরী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও কুতুবদিয়া উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার এই সফলতার জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও দোয়া কামনা করেছেন।