-মোসাঃতানজিলা, ঢাকা
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আয়োজিত দুইদিন ব্যাপি আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট -২০২৫ এর আয়োজন আজ শেষ হয়েছে।
গত ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৬ ছিলো আল-খাওয়ারেজমি ২০২৫ এর নানা আয়োজন।
এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্তের স্কুল -কলেজের শিক্ষার্থীরা।
তিনটি ক্যাটাগরিতে সাইন্স ফেস্টটি অনুষ্ঠিত হয়, যথা- গণিত অলিম্পিয়াড, রুবিক্স কিউব ও সাইন্স প্রজেক্ট। এতে প্রায় তিন পর্যায়ের ২০ জন করে ৬০ জনকে গোল্ড মেডেল, সার্টিফিকেট এবং অর্থসহ পুরস্কার বিতরণ করেন।
তাদের মধ্যে তিন পর্যায়ের প্রথম পাঁচজনকে দেয়া হয় বিশেষ পুরস্কার।
সমাপনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেক বরেণ্য ব্যক্তিত্ব।