Oplus_131072
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান
এম এ মোতালিব ভুইয়া :
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে ষ্ট্যাটাস দিয়ে তিনি জানান, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসীর ভালোবাসা ও আগ্রহের প্রতি সম্মান জানিয়ে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ছাতক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা রয়েছে। এ সময় এলাকাবাসী ও নেতাকর্মীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাতক ও দোয়ারাবাজারের মানুষের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন এবং সবসময় তাঁদের পাশে থাকার চেষ্টা করেছেন। অবহেলিত জনপদের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে এলাকার মানুষের দাবি-দাওয়া তুলে ধরার স্বপ্ন নিয়ে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচন করেছিলেন। সে নির্বাচনে তিনি ও তাঁর নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মুখে পড়েন। এরপরও দল ও এলাকার জন্য তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। এবার দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ছাতক ও দোয়ারাবাজারের অসংখ্য মানুষ তাঁর প্রতি সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আহ্বান জানান।
“মানুষের সেই ভালোবাসা ও আবদার উপেক্ষা করতে পারিনি বলেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি,”—বলেন মিজান চৌধুরী।
তিনি বলেন, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তা তিনি জানেন না, তবে আজীবন ছাতক ও দোয়ারাবাজারের মানুষের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চান। অতীতের কোনো অনিচ্ছাকৃত ভুলে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
তিনি আরও জানান, স্বল্প সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হওয়ায় অনেক শুভানুধ্যায়ীকে একত্রিত করার সুযোগ হয়নি। আগামী দিনের সিদ্ধান্ত জনগণই নেবে উল্লেখ করে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই।”
শেষে তিনি তাঁর এই কঠিন রাজনৈতিক সংগ্রামে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা, পরামর্শ ও মূল্যবান ভোট কামনা করেন এবং মহান আল্লাহ যেন মানুষের খেদমতে তাঁকে কবুল করেন—সে প্রার্থনা করেন।