সেদিন দেখা হয়েছিল
জান্নাত তাবাসসুম
সেদিন দেখা হয়েছিল।
শান্ত, স্নিগ্ধ, কোমল একটি বিকেল।
ব্যস্ত এই শহর, ব্যস্ত ছিলেন আপনি।
হ্যাঁ, সেদিন-ই দেখা হয়েছিল।
রক্তিম সেই সূর্যাস্তে, জনমূখর পরিবেশে যখন আপনাকে দেখি, থমকে যায় আমার সব টা।
অতঃপর? এইতো আমার স্বপনে আপনি, কল্পনায় জুড়ে কেবল আপনিই সব টা!
এক লহমা মেঘ,
আর যেন চোখের পলকেই লাড়া দিয়ে উঠলো আমার মনের সকল আবেগ!
সেদিন বুঝেছিলাম, ভালোবাসার জন্য অনন্তকাল নয়, একটি মূহুর্তই যথেষ্ট!
ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি তাইনা?
এখানে একটু স্বার্থপর হতেই হয়!
একটু আধিপত্য বিস্তার করতেই হয়!
আপনি ভালো থাকাই আমার কাছে ভালোবাসা নয়, বরং আমার সাথে ভালো থাকাটাই কেবল আমার জন্য ভালোবাসা।
আপনার আমার দুটি হৃদয়ের সমন্বয়;
ধীর, প্রশান্ত আর চিরন্তন প্রেম, সাথে এক কাপ চা, কুয়াশাজড়ানো লোকালয়!
এইতো, সেদিন দেখা হয়েছিল!
কুয়াশাচ্ছন্ন আলো আধারের সমারোহ থাকবে সারারাত।
অতঃপর দুজনায় মিলে দেখব একটি সোনালী ঊষা,
উষ্ণতায় রাখব হাতে হাত।