বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী পৌরসদরস্থ গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ রবিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ।
এতে সম্মানিত অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর বোরহান উদ্দীন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন চৌধুরী, শহিদুল্লাহ চৌধুরী,হাজী ইসহাক চৌধুরী, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনজুর আলম মাস্টার, বিদ্যালয়ের জমিদাতা কাঞ্চন কুমার দাশ, সায়েম উদ্দিন টিটু, দিল আফরোজ রীতা, প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, শাহ আলম বাবলু, বাহাদুর আলম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ, সহকারী শিক্ষক মো. ওসমান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মো. হারুন উর রশীদ বলেন, পঞ্চম শ্রেণি পাস করে শিক্ষার্থীরা নতুন এক পরিবেশে যাচ্ছে। যেখানে তাদের আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। অতীতের ভুল শুধরে ভবিষ্যতে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সকলকে পড়ালেখায় অধিকতর মনোনিবেশ করতে হবে।