তানজিলা আক্তার সুইটি, (নিউজ ভিশন):
যোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে যেই বিজয় ছিনিয়ে আমাদের উপহার দিলো
আমরা কি তাদের সেই স্বপ্নের সোনার বাংলা উৎসর্গ করতে পেরেছি?
আজও এ বাংলা বৈষম্য আর শোষনের কবলে।
ধনীরা ধনকুবের বনে আর
গরীবেরা না খেয়ে মরে।
নির্বাচনের নামে চুরি- কারচুপিই এদেশের রাজনীতির
জঘন্যতম লোকেদের হাতে শাসনক্ষমতা
শিক্ষাব্যবস্থা যেন বেকার তৈরির কারখানা হয়েছিলো। দীর্ঘ ১৬ বছরে এ ধরণের ফ্যাসিবাদের পরে চব্বিশের বিপ্লব ও যেন এখনো তেমন পরিবর্তন আনতে পারেনি। সেই আক্ষেপ নিয়েই আবারও আজ আসলো বিজয়ের স্মৃতিময় দিন।
এদেশে গবেষণায় উৎসাহ না পেয়ে ঝুঁকে বিসিএস ক্যাডার হওয়ার দিকে।
অশিক্ষা আর কুশিক্ষায়ই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তবুও আজকে পার হলো আমাদের মহান বিজয়ের ৫৪ বছর!
আমি স্মরণ করি সেই ৭১’ এর ১৬ তারিখ
তাঁদের বিজয়ের হাসি কল্পনা করি
তাই ভেবে শান্তি পাই আর প্রতিজ্ঞা করি
তাদের সেই নিদারুণ সুন্দর বিজয়ের লক্ষ্য জয়ের
শপথ সোনার বাংলার।
নবীনদের সবার কাছে এই বার্তা।
বিজয় মানে শুধু লাল সবুজের উৎসব নয়,
বিজয় মানে নতুন উদ্দীপনা, নতুন কিছু করা।
লাখো শহীদের স্বপ্নের বাংলা গড়া।
কাঁধে কাঁধ- হাতে হাত রেখে গাও রে সবাই একতার জয়গান।
একতাই হবে আমাদের স্বপ্নপূরণ,সাম্যের বাংলাদেশ।
“একাতাই বল”
শুভ বিজয়।