মোসাঃতানজিলা, ঢাকাঃ মঙ্গলবার রাজধানীর স্বনামধন্য ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি নিয়ে প্রেস ব্রিফিং করছেন।
তাদের দাবিগুলো হলো:
– ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা
– ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত না করা।
– বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখা।
– ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা এবং ইন্টারমিডিয়েট শাখা চালু না করা।
– ইডেনকে পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে মর্যাদা দেওয়া।
তারা বলেন, “ইডেনের স্বাতন্ত্র্যতা, পরিচয় এবং নারীবান্ধব পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো কাঠামোগত পরিবর্তন তারা মেনে নেবেন না।”
শিক্ষার্থীরা আরও বলেন, “নতুন ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লাস শুরুর অপেক্ষায় আছেন, কিন্তু এখনও ক্লাস শুরু হয়নি। আগামী ২ দিনের মধ্যে তাদের ক্লাসে ফিরিয়ে নেওয়া হোক। মন্ত্রণালয় থেকে শিক্ষকদের ঘোষিত নোটিশের মাধ্যমে তাদের ক্লাস নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।”
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন নওশিন আনজুম, তামান্না তাসফিয়া, ইভা, সালমা, ইকরা, শৈলী, রিমা আক্তার সহ আরও অনেকে।