শামসুল হুদা লিটন:
জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলার রাউৎকোনা ইউনিটির উদ্যোগে স্থানীয় রাউৎকোনা মাদরাসা সংলগ্ন মার্কেটে গতকাল বিকালে স্থানীয় অসহায় ও সাধারণ লোকজনের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা,অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা,মাওলানা আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামসুল হক,আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, মো: জালালউদ্দিন প্রমূখ।