ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. সর্বশেষ

মানবতা-মো. সাইফুল ইসলাম

প্রতিবেদক
নিউজ এডিটর
৩১ জুলাই ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ

Link Copied!

—————-
ছোট খুকী বসে আছে
আশায় বুক বেধে,
বাবা এনে দিবে মাংস
মা দিবে তাকে রেঁধে।

খুশিতে ছোট খুকীর
আনন্দ না ধরে,
আনন্দের ঝলকানি যেন
ছড়িয়ে পরছে সারা ঘরে।

মা কখন পেঁয়াজ মরিচ কেটে
বসে আছে রান্নার আশায়,
বাবা কেন এখনো আসেনি
মাংস নিয়ে বাসায়।

খুকি তো জানতো না বাবার কাছে
মাংস কেনার মত নেই পয়সা,
তার আবদার শুনে বাবা হাসি মুখে
চলে গেছে বুকে বেঁধে নিয়ে আশা।

কিন্ত কে জানতো ধনী লোকের
হৃদয় এতটা ভার,
সারাদিন ঘুরে ফিরেও করতে
পারেনি মাংস যোগার।

ধনী লোকের বিরাট কারবার
মনটা কেন এত নিচ,
কোরবানি দেওয়ার নাম করে
মাংসে ভরে ফ্রিজ।

কান্না ভেজা চোখ নিয়ে বাবা
ফিরল খালি হাতে,
তা দেখে খুকীর মন
ছেয়ে গেল আঁধার রাতে।

বাবা তখন জড়িয়ে ধরে বলে
আহারে মোর খুকী,
আমাদের মত এই জগতে
নেই কেউ আর দুঃখী।

হঠাৎ করে ডাক পাড়ে ও ভাই
বাড়িতে আছো নাকি?
আমি তোমাদের সব্জি ওয়ালা
দরজাটা একটু খোলো দেখি।

হাতে করে মাংসের পোটলা
নিয়ে দিল খুকীর হাতে,
খাবে খুকি রান্না করে
বাবা মায়ের সাথে।

বাবার চোখ জুড়ে এল
আনন্দের অশ্রুজল,
ধনীদের চেয়ে গরীবের
মন নিতান্তই দূর্বল।

রাতে হঠাৎ উঠল ঝর
বিদ্যুৎএর তার সব ছিঁড়ে,
হুমড়ি খেয়ে পরে আছে
গাছের সাথে রাস্তার ধারে।

সে-কি কান্ড! ধনীর ফ্রিজের
মাংস যে-সব গেল পঁচে,
গরীবকে ঠকিয়ে মাংস
খাওয়ার স্বাধ যে গেল ঘুচে।

এমন হাজারো মানুষ আছে
সবার আশেপাশে,
তাদের করুন সাহায্য
মনের গভীর থেকে ভালোবেসে।

ভালো কাজের দ্বারা চিরদিন
মানব হৃদয়ে হয়ে থাকে গাঁথা,
এটাই ভালো আর উৎকৃষ্ট কাজ
আর এটাই হচ্ছে মানবতা।

51 Views

আরও পড়ুন

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু

গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেফতার

নওজোয়ানের সংবর্ধনায় চবি ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী মোবারক হোসাইন

শুধু গরমে গাছের গুরুত্ব নয়, গাছ লাগাতে হবে সারাবছর

বিশ্ব শ্রমিক দিবস : একটি পর্যালোচনা

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ