ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. সর্বশেষ

“বর্ষার দিনে” খায়রুল বাশার বাঁধন

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ আগস্ট ২০২০, ১১:৪০ অপরাহ্ণ

Link Copied!

এমন দিনে তারে বলা যায়,

এমন ঘনঘোর বরিষায়!

এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে

তপনহীন ঘন তমসায়।

সে কথা শুনিবে না কেহ আর,

নিভৃত নির্জন চারি ধার।

দুজনে মুখোমুখি গভীর দুখে দুখী,

আকাশে জল ঝরে অনিবার।

জগতে কেহ যেন নাহি আর।

সমাজ সংসার মিছে সব,

মিছে এ জীবনের কলরব।

কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে

হৃদয় দিয়ে হৃদি অনুভব।

আঁধারে মিশে গেছে আর সব।

বলিতে বাজিবে না নিজ কানে,

চমক লাগিবে না নিজ প্রাণে।

সে কথা আঁখিনীরে মিশিয়া যাবে ধীরে

এ ভরা বাদলের মাঝখানে।

সে কথা মিশে যাবে দুটি প্রাণে।

তাহাতে এ জগতে ক্ষতি কার

নামাতে পারি যদি মনোভার?

শ্রাবণবরিষনে একদা গৃহকোণে

দু কথা বলি যদি কাছে তার

তাহাতে আসে যাবে কিবা কার?

আছে তো তার পরে বারো মাস,

উঠিবে কত কথা কত হাস।

আসিবে কত লোক কত-না দুখশোক,

সে কথা কোন্‌খানে পাবে নাশ।

জগৎ চলে যাবে বারো মাস।

ব্যাকুল বেগে আজি বহে বায়,

বিজুলি থেকে থেকে চমকায়।

যে কথা এ জীবনে রহিয়া গেল মনে

সে কথা আজি যেন বলা যায়

এমন ঘনঘোর বরিষায়।

29 Views

আরও পড়ুন

নওজোয়ানের সংবর্ধনায় চবি ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী মোবারক হোসাইন

শুধু গরমে গাছের গুরুত্ব নয়, গাছ লাগাতে হবে সারাবছর

বিশ্ব শ্রমিক দিবস : একটি পর্যালোচনা

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।