ঢাকাশুক্রবার , ৩ মে ২০২৪
  1. সর্বশেষ

একটি শিশু ,একটি মানচিত্র !!

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

-মোঃ ফিরোজ খান
“”””””””””'””””””””””””””””””””””'”
আকাশ থেকে চাঁদ নেমেছে,আলো যেন ছড়িয়ে পড়েছে চারদিকে,আল্লাহ তুমি বড়ই মেহেরবান
তুমি যে দিয়েছো আমাদের তোমার‌ই শ্রেষ্ঠ দান,এ‌ যে শ্রেষ্ঠ সৃষ্টির মান।তোমারই ইশারায় পেয়েছি আমরা
তোমারই শ্রেষ্ঠ উপহার,এ যে তোমার শ্রেষ্ঠ সৃষ্টির সম্পদ।আমরা উম্মত সকল মুসলমান তুমি পাঠিয়েছো হেথায় এ জগতে।অনুরাগে বেড়ে উঠে শিশু কলি,এ যে একটি নতুন শিশুর জন্ম,
এই দেশের জন্য।শিশুর জন্ম যেন এদেশের‌ই জন্য,
গড়ে তুলবো শিশুদের আমরাএদেশের মানচিত্রের মান রক্ষায়;বড় হয়ে শিশু যানবে যখন‌ই,এদেশের স্বাধীনতার কথা;পুলকিত হয়ে উঠবে হ্নদয়,শুনে দেশের স্বাধীনতার রক্তাক্ত লেলিহান এর কথা।

তখনই শিশু যেন বলে উঠবে উচ্চ কন্ঠ,এদেশের পতাকা লাল-সবুজের,সে কথাই শিশু মানবে।
বলবে সকলের কাছে তখনই শিশু,কলমকে কাগজে;
এদেশের মানুষের গর্বের কথা,স্বাধীনতার সফলতার কথা।একটি শিশু বাংলাদেশের একটি পতাকা,
শিশু হবে দেশের মানুষের কাছে একজন শিক্ষক।

একজন শিক্ষক ই হতে পারে,একটি দেশের সবুজের চিত্র-বিচিত্র।গড়ে তুলবো শিশুদের আমরা
দেশের শ্রেষ্ঠ সন্তান,তারাই একদিন করবে,এদেশের অত‍্যাচারীদের নির্মূল।ভালোবাসবে দেশ,ভালোবাসবে দেশের মানুষ,ভালোবাসবে মাতৃভুমি;এটাই হবে দেশের জন্য শিশুর জয় জয় ধ্বনি। আমি চাইবো দেশের জন্য শিশু হবে অনেক বড়,সকল কিছুই শিশুর কাছে হবে দেশের রত্ম।আমাদের দেশের সকল শিশুরা,মেনে চলবে একটি কথা;দেশ,মানুষ,মাতৃভুমি এটাই তার হ্নদয়ে থাকবে গাথা।স্বপ্ন পূরণে শিশু হবে সর্বদা সচেতন,শিশুর জন্য দেশের কথা থাকবে স্বরণ।

কুয়াশার চাঁদরে ঢাকা আলতো ভিজা, জলে প্রস্ফুটিত হয় অলি;ডুবে যাওয়া পঞ্চমীর চাঁদের আবছা আলোতে নয়,শিশুদের স্বপ্ন কলি।প্রেম জ্যোৎসনায় ফোটে সোনালী আকাশ থাকবে জোছনা,জন্ম নিল একটি শিশু এদেশের মাটিতে ফুলের স্নিগ্ধতার ভরে উঠবে জীবন জন্ম নেওয়া শিশুর তখনই।চেয়ে দেখবে এদেশের মানুষ শিশুর জয় জয় ধ্বনি।রাশি রাশি ফুলের সমারহে বিমোহিত হবে কাননে শিশুর জীবন কলি,সেই কাননে ভরে উঠবে শিশুর নব জীবন শুধু এই দেশের স্বরণে।আজকের শিশুর কোমল মনে থাকবে নতুন স্বপ্ন,নিরুচ্চারিত বহু প্রশ্ন বিদ্যমান হবে শিশুর তখনই।স্বপ্নের বীজ বুনে আপন চিন্তা-শক্তিতে গড়ে তুলবে এই ভুবন।অবুঝ মনে নানান কৌতূহলে মেতে থাকবে আমাদের নতুন শিশুর জীবন।

হিসাবহীন সৃষ্টিতে কলরব দৃষ্টিতে শিশুর জীবন যাবে ফুলের গন্ধে ছেয়ে;শিশু যেন খেলার ছলে,ক্ষ্যাপা‐মনে, করে,অসীম অনিয়ম কারীদের সংগ্ৰাম।হঠাৎ আবার মননশীল হবে দেশের স্বপ্নে,করবে শাসন অন‍্যায়কারীর বিরুদ্ধে,হবে শিশুদের এই পণ-থাকবে অবিরত শিশু তখনই দেশের জন্য করবে ভালোবাসায় আলিঙ্গন।করবে জয়-জয় ধ্বনি শিশুর জন্য এদেশের অসহায় মানুষজন।ন‍্যায়ের পক্ষে করবে লড়াই স্বপ্ন হবে এটাই তার।শিশুর হবে আপন মনের ঠিকানা এই সোনার বাংলাদেশ। তার মনে গৃহকোণে বাঁধবে সজীব জগৎ তখনই শিশুর হৃদয় ভরবে অনুভূতিতে।আঁখিনীড়ে আঁকবে স্বপ্নের মানচিত্র প্রতিচ্ছবি হবে দেখতে স্বাধীন সোনার বাংলাদেশ।

139 Views

আরও পড়ুন

চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্র অধিকার পরিষদ এর নতুন কমিটি

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু

গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেফতার

নওজোয়ানের সংবর্ধনায় চবি ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী মোবারক হোসাইন

শুধু গরমে গাছের গুরুত্ব নয়, গাছ লাগাতে হবে সারাবছর

বিশ্ব শ্রমিক দিবস : একটি পর্যালোচনা

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ