ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

সবার মনে ভয় ঢুকিয়ে অবশেষে ফিরলো ফেসবুক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ মার্চ ২০২৪, ১১:১১ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

হঠাৎ লগ আউট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন ফেসবুক ব্যবহারকারীরা। মেটার অন্যান্য প্রতিষ্ঠান—ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেডস ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঘটেছিল একই সমস্যা। সবাই মনে করেছিলেন, হ্যাকড হয়েছে আইডি। পরে বিষয়টি গ্লোবাল বলে জানা গেলে কিছুটা হলেও স্বস্তি পান তারা। এর এক ঘণ্টা পর স্ব স্ব আইডিতে ঢুকতে পেরে উল্লসিত তারা।

রাত ১০টা ২০ মিনিটের দিকে ফেসবুকে ঢুকতে পারেন ব্যবহারকারীরা। তবে, তখনও ডাউন ছিল ইনস্টাগ্রাম, থ্রেডস। তবে, যা-ই হোক, ফেসবুকে ঢুকতে পেরে অনেকটাই যেন প্রাণ ফিরে পেয়েছেন ইউজাররা।

অনেকেই জানতে চেয়েছেন, ফেসবুকে ঢুকতে না পারার কারণ। পরে ফেসবুকের প্রতিষ্টাতা জাকারবার্গ টুইটার বার্তায় চিলি করার পরামর্শ দিয়ে শীগ্রিই চালু হওয়ার নোটিশ করলে ফেসবুক ব্যবহারকারীরা স্বস্থির নি:শাস ফেলেন। মুলত এটি গ্লোবালি সমস্যা বলে মনে হচ্ছে।

বিটিসিএলের সিজিএম (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি গনমাধ্যমকে বলেন, ‘এমন সমস্যা হয়েছে, এখনও শুনিনি।’ ওয়্যার বিভাগ বিষয়টি ভালো বলতে পারবে বলে জানান।

আরেক কর্মকর্তা বলেন, আমরা আসলে সমস্যা খোঁজার চেষ্টা করছি। এ বিষয়ে কাজ চলছে। তবে, এটি গ্লোবাল সমস্যা বলে মনে হচ্ছে। অধিকতর পর্যালোচনার পর বলা যাবে।

সে সময় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, ওয়েবসাইটের বিভ্রাট ট্র্যাক করে এমন একটি প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর বলছে, বিশ্বব্যাপী পাঁচ লাখের বেশি ফেসবুক বিভ্রাট এবং ৪৭ হাজারের বেশি ইনস্টাগ্রাম বিভ্রাটের তথ্য রেকর্ড করেছে৷ পরে ডাউনডিটেক্টরে গিয়ে রাত ১০টা ২১ মিনিটে একই তথ্য দেখা গেছে, যা সময়ের ব্যবধানে আরও বাড়তে পারে। এর চার মিনিট পরই ফেসবুক আইডিতে ঢুকতে পারে ব্যবহারকারীরা।

282 Views

আরও পড়ুন

বিশ্ব শ্রমিক দিবস : একটি পর্যালোচনা

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তীব্র তাপদাহে বাড়ছে রোগী : বারান্দা-মেঝেতে একের স্থানে তিন

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস

দোয়ারাবাজারে ধ’র্ষ’ণের পর কলেজ ছাত্রী খু’ন, খু’নী লিটন আটক!

দোয়ারাবাজারে চেলানদীতে ভেসে উঠলো নিখোঁজ ব্যবসায়ী মঈন উদ্দিনের লা’শ

সজিব মিয়ার কবিতা “মাটি”

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত