ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা

স্থগিত করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ জুলাই ২০২০, ১০:০৩ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ক্রীড়া প্রতিবেদক।


চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হতে যাচ্ছে। ক্রিকেট পাড়ায় দীর্ঘ সময় ধরে এমন গুঞ্জন চলছিলো। আজকে গুঞ্জনকে বাস্তবে পরিণত করলো আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বড় আসর স্থগিতের ঘোষণা স্পষ্ট করেছেন। পরবর্তীতে হতে যাওয়া এই আসরের সম্ভাব্য সময় জানিয়েছেন। সাথে আরও দুটি ঘোষণা অগ্রিম ব্যক্ত করেছেন ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা।

করোনা ভাইরাস নামক প্রাণঘাতী সংক্রমণের জন্য স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। এখনো বন্ধ হয়ে আছে অনেক দেশের ক্রিকেট পাড়া। মূলত কোভিড-১৯ এর সংক্রমণ থেকে ক্রিকেটারদের বাঁচাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নেয় আইসিসি। তাছাড়া, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছর পুনরায় সংক্ষিপ্ত সংস্করণের বড় আসর আয়োজন করার সিদ্ধান্ত জানায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তথ্য অনুযায়ী, আগামী বছর একই সময়ে অর্থাৎ অক্টোবর-নভেম্বরে বসবে টি-টোয়েন্টির এই জমজমাট আসর।

করোনার কারণে পরিবর্তন আসছে আইসিসির বাকি দুটি আয়োজনেও। জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের সূচি পরিবর্তন করছেন আইসিসি। ভারতে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চে আয়োজিত হওয়ার কথা থাকলেও এটা পিছিয়ে অক্টোবর-নভেম্বর মাসে নেওয়া হয়েছে। তাছাড়া আগামী বছর ‘থ্রি ম্যানস ইভেন্ট’ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাও এক বছর পেছানো হয়েছে। ২০২২ সালের অক্টোবর-নভেম্বর মাসে ভারতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া নাকি ভারতে হবে তা খোলাসা করেনি আইসিসি।

প্রসঙ্গত, অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়াতে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। আজ সোমবার করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৬ জন। তাছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেটের স্বর্গ, মেলবোর্ন, পুনরায় লক ডাউনের আওতায় যাচ্ছে। তাছাড়া নিউ সাউথ ওয়েলসে পুনরায় সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এত কিছুর মাঝে ঝুঁকি নিতে রাজি নয় আইসিসি। ফলে স্থগিত করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

73 Views

আরও পড়ুন

মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল মতিন খান

আনোয়ারায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন হাবিবের উঠান বৈঠক

শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আজ থেকে রেলের বাড়তি ভাড়া কার্যকর । জেনে নিন কোন রুটে কত বেড়েছে-

বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

বিতর্কে জয়ী রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদ।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে